Bollywood Controversy

তারকার হাতে যৌন নির্যাতনের শিকার, লম্বা অভিযোগে কাকে নিশানা সলমনের প্রাক্তন প্রেমিকার?

বলিউড নয়, পাকিস্তানি-আমেরিকান অভিনেত্রী তিনি। নব্বইয়ের দশকে সলমন খানের সঙ্গে সখ্য গড়ে উঠেছিল তাঁর। সেই সম্পর্ক নিয়ে তার পরে একাধিক বার সরব হয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৩ ১৪:০০
Share:

(বাঁ দিকে) সোমি আলি। সলমন খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

জন্মসূত্রে পাকিস্তানি অভিনেত্রী তিনি। তবে নব্বইয়ের দশকে মাত্র ১৫-১৬ বছর বয়সে সোমি আলি মায়ানগরীতে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। সেই সময়েই বলিউড তারকা সলমন খানের সঙ্গে সখ্য তৈরি হয় তাঁর। মাত্র কয়েক বছরের মধ্যেই সুনীল শেট্টি, সইফ আলি খান, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাদের সঙ্গে একাধিক ছবিতে কাজও করেছিলেন সোমি। তবে বলিউডে বেশি দিন টিকতে পারেননি। সলমনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন প্রায় বছর আটেক। সেই সম্পর্কে যৌন নির্যাতন নিয়ে আগেও একাধিক বার মুখ খুলেছেন সোমি। এ বার সমাজমাধ্যমের পাতায় ফের যৌন হেনস্থার অভিযোগ তুলে ইঙ্গিতবাহী পোস্ট সোমি আলির।

Advertisement

জন্মসূত্রে পাকিস্তানি অভিনেত্রী তিনি। তবে নব্বইয়ের দশকে মাত্র ১৫-১৬ বছর বয়সে সোমি আলি মায়ানগরীতে পা রেখেছিলেন বলিউড অভিনেত্রী হওয়ার স্বপ্ন নিয়ে। সেই সময়েই বলিউড তারকা সলমন খানের সঙ্গে সখ্য তৈরি হয় তাঁর। মাত্র কয়েক বছরের মধ্যেই সুনীল শেট্টি, সইফ আলি খান, মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতাদের সঙ্গে একাধিক ছবিতে কাজও করেছিলেন সোমি। তবে বলিউডে বেশি দিন টিকতে পারেননি। সলমনের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন প্রায় বছর আটেক। সেই সম্পর্কে যৌন নির্যাতন নিয়ে আগেও একাধিক বার মুখ খুলেছেন সোমি। এ বার সমাজমাধ্যমের পাতায় ফের যৌন হেনস্থার অভিযোগ তুলে ইঙ্গিতবাহী পোস্ট সোমি আলির।

১৯৯১ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত সলমনের সঙ্গে সম্পর্কে ছিলেন সোমি। সলমনকে ‘ম্যায়নে প্যার কিয়া’ ছবিতে দেখার পরেই তাঁর প্রেমে পড়েছিলেন সোমি। এমনকি, তাঁর সঙ্গে দেখা করার জন্য ফ্লোরিডা থেকে মুম্বইয়ে চলে আসেন তিনি। তার পর থেকেই সলমনের সঙ্গে সখ্য গড়ে ওঠে তাঁর। আট বছরের সম্পর্ক শেষ হওয়ার পরে একাধিক বার সলমনের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছিলেন সোমি। ওই আট বছর তাঁর জীবনের সব থেকে খারাপ সময়, এমন কথাও বলেছিলেন অভিনেত্রী। এই বার অবশ্য যৌন নির্যাতনের অভিযোগ তুললেও কোনও নাম উল্লেখ করেননি সোমি। অন্য দিকে, অতীততে সলমনের প্রেমের সম্পর্ক নিয়েও কম জলঘোলা হয়নি। তাঁর বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুলেছেন তাঁর একাধিক প্রাক্তন প্রেমিকা। সাম্প্রতিক অভিযোগে সলমনের নাম উল্লেখ না করলেও তাঁর দিকেই কি নিশানা সোমির? তা নিয়েই জল্পনা তুঙ্গে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement