ব্যস্ত সলমন।
বয়সের সঙ্গে ব্যস্ততা বাড়ছে সলমন খানের। আগামী কয়েক বছরে কী কী ছবি করবেন, সেই পরিকল্পনা করে ফেলেছেন ‘টাইগার’।
‘বজরঙ্গী ভাইজান’-এর সিক্যুয়েলের কথা ইতিমধ্যেই ঘোষণা করেছেন সলমন। তবে ছবিটি কে পরিচালনা করবেন, তা নিয়ে এখনও স্পষ্ট করে কিছু জানাননি তিনি। এ ছাড়াও এ বার শাহরুখ খানের সঙ্গেও জুটি বাঁধতে পারেন তিনি। দুই খানের ছবি নিয়ে নাকি পরিকল্পনা শুরু ইতিমধ্যেই। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ‘কর্ণ অর্জুন’, ‘কুছ কুছ হোতা হ্যায়’ এবং ‘হাম তুমহারে হ্যায় সনম’-এর মতো ছবির পর ফের একসঙ্গে দেখা যাবে তাঁদের।
কোভিড পরিস্থিতির কারণে পরপর ছবি করতে পারেননি সলমন। নতুন বছরে তাই নতুন উদ্যম নিতে কাজ শুরু করতে চাইছেন ‘ভাইজান’। ২০১৫ সালে ‘প্রেম রতন ধন পায়ো’-র পর ফের পরিচালক সুরজ বরজাতিয়ার সঙ্গেও কাজ করবেন সলমন। অতীতে ‘ম্যায়নে প্যায়ার কিয়া’, ‘হম আপকে হ্যায় কৌন’, ‘হম সাথ সাথ হ্যায়’-র মতো ছবিতে একসঙ্গে কাজ করেছেন তাঁরা। শুধু তাই নয়, বোন আলভিরা অগ্নিহোত্রী এবং ভাই সোহেল খানের প্রযোজনায় একটি করে ছবি করবেন তিনি। বন্ধু সাজিদ নাদিওয়াদওয়ালার ‘কভি ইদ কভি দিওয়ালি’ ছবির কাজও শুরু করতে পারেন সলমন।