Ranvir Shorey

Konkona-Ranvir: গোয়ায় ছুটি কাটাতে গিয়ে কঙ্কনা-রণবীরের পুত্র করোনা আক্রান্ত

বুধবার আরও এক বার হারুনের কোভিড পরীক্ষা করানো হবে। প্রথম পরীক্ষার রিপোর্ট ঠিক এসেছে কি না দেখতেই এই পদক্ষেপ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২১ ১৯:০০
Share:

করোনা আক্রান্ত রণবীর-কঙ্কনার ছেলে।

কঙ্কনা সেনশর্মা এবং রণবীর শোরের পুত্র হারুন করোনা আক্রান্ত। ছেলের অসুস্থতার কথা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রণবীর।

Advertisement

অভিনেতা জানিয়েছেন, দশ বছরের ছেলের সঙ্গে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন তিনি। মুম্বই ফিরতে বিমানযাত্রার জন্য নিয়ম মেনে কোভিড পরীক্ষা করানো হয় দু’জনের। তখনই হারুনের রিপোর্ট পজিটিভ আসে। এর পরেই দ্রুত নিভৃতবাসে চলে যান হারুন এবং রণবীর। কিন্তু বর্তমানে কারও কোনও ধরনের উপসর্গ দেখা যায়নি।

রণবীর আরও জানিয়েছেন, বুধবার আরও একবার হারুনের কোভিড পরীক্ষা করানো হবে। প্রথম পরীক্ষার রিপোর্ট ঠিক এসেছে কি না দেখতেই এই পদক্ষেপ। ইতিমধ্যেই দু’টি টিকা নিয়ে ফেলেছেন রণবীর। তবু ছেলের সঙ্গে নিজের আরও এক বার কোভিড পরীক্ষা করাবেন তিনি।

কঙ্কনা-রণবীরের ছেলে হারুনের জন্ম ২০১১ সালে। ২০১৫ সালে আলাদা হয়ে যান তারকা-দম্পতি। কিন্তু ছেলেকে বড় করে তুলতে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement