Salman Khan

প্রেমে শনির দশা! ‘জান’-এর বদলে শুধুই ‘ভাই’ ডাক শুনে গেলেন, আক্ষেপ ভাইজানের

ফুলে ফুলে মধু খেয়ে বেড়ালেন গোটা যৌবন। সলমনের প্রেমজীবনে সমস্যাটি কী? কাউকেই মনে ধরে না তাঁর বেশি দিন? জবাবে সবাইকে হাসিয়ে দিলেন বলিউডের ভাইজান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৩ ১৯:৪৭
Share:

গত কয়েক বছরে বার বার শুধু ছুটে চলা, কোথাও কি মন টেকে না সলমনের? ছবি: সংগৃহীত।

জীবনে অর্থ, যশ, প্রতিপত্তি— কিছুরই অভাব নেই তাঁর। তবে প্রেম নিয়ে কি আক্ষেপ থেকে গিয়েছে সলমন খানের? একটি সম্পর্কও পরিণতির দিকে এগোলো না, অথচ তাঁর জীবনে সঙ্গিনীর অভাব ছিল না। শাহীন জাফরি থেকে শুরু করে সঙ্গীতা বিজলানি, ঐশ্বর্যা রাই থেকে ক্যাটরিনা কইফ— তারকাদের সঙ্গে বার বার সম্পর্কে জড়িয়েছেন বলিউডের ‘ভাইজান’। শেষ পর্যন্ত কোনটিই সফল হয়নি। বরং সম্পর্কে তিক্ততার আধিক্য তৈরি করেছে বিতর্ক।

Advertisement

‘আপ কি আদালত’ অনুষ্ঠানের যে ঝলক সম্প্রতি প্রকাশ্যে এসেছে, সেখানেই সলমনের কথায় ধরা পড়েছে তাঁর খেদ। সেই টক শো-এর সঞ্চালক রজত শর্মা সলমনকে প্রশ্ন করেন ব্যক্তিগত জীবনের হালচাল নিয়ে। রজত সরাসরি সলমনের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, “এক জনকে ছেড়ে অন্যের দিকে, তাঁকে ছেড়ে আবার অন্য কারও দিকে, গত কয়েক বছরে বার বার শুধু ছুটে চলা। কী ব্যাপার? কোথাও কি মন টেকে না?” প্রশ্ন শুনে সলমন হেসে ওঠেন। বলেন, “সত্যিই দুঃখজনক, প্রেমে গেরো আছে আমার!”

ইদের দিন মুক্তি পেয়েছে সলমন অভিনীত ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’। সেই আবহে সলমনকে জিজ্ঞাসা করা হয়, “এখন আপনার ‘জান’ কে? কাউকে সমর্পণ করেছেন?” সলমন উত্তর দেন, “আমি এখন সবার শুধু ‘ভাই’, স্যর।”

Advertisement

ভাইজানের এই উত্তর শুনে উপস্থিত জনতা হো হো করে হেসে ওঠেন। মজার ছলেই অভিনেতা বলেন, “যে ‘জান’ বলবে বলে ভাবি, সে-ও ‘ভাই’ ডেকে বসে!”

বক্স অফিসে ‘কিসি কা ভাই, কিসি কি জান’-এর ব্যবসা প্রত্যাশার তুলনায় কম। এখনও পর্যন্ত ছবিটি বিশ্ব বক্স অফিসে দেড়শো কোটি টাকার কিছু বেশি ব্যবসা করেছে। তবে ব্যবসার হাল যাই হোক না কেন, ছবিতে অনুরাগীদের মন ছুঁয়ে গিয়েছেন সলমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement