Salman Khan Laxmmi Bomb Radhe

আসছে ইদেই জোর টক্কর হতে পারে সলমন-অক্ষয়ের

ইদ আসবে, অথচ ভাইজানের কোনও ছবি আসবে না, তা কী করে হয়! সঞ্জয় লীলা ভন্সালীর ‘ইনশাল্লাহ’-র প্ল্যান ভেস্তে যাওয়ায় হতাশ হয়েছিলেন সলমন অনুরাগীরা। তবে কি ইদে ভাইজানের তরফ থেকে ফ্যানেদের জন্য নতুন ‘উপহার’ আসবে না... এই চিন্তাই ঘুরপাক খাছিল তাঁদের মধ্যে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ ১৬:৫০
Share:

বাঁ দিকে সলমনের 'রাধে' লুক এবং ডান দিকে অক্ষয়ের 'লক্ষ্মী বম্ব' লুক।

পরের বছর ইদটা বেশ ভালই কাটতে চলেছে মুভি ফ্রিকদের। আসতে চলেছে দুই সুপারস্টারের বিগ বাজেট দুই ছবি। একদিকে অক্ষয় কুমার এবং কিয়ারা আডবাণী অভিনীত ‘লক্ষ্মী বম্ব’ আর অন্যদিকে সলমন খান এবং দিশা পাটানি অভিনীত, প্রভুদেবা পরিচালিত ‘রাধে’।

Advertisement

ইদ আসবে, অথচ ভাইজানের কোনও ছবি আসবে না, তা কী করে হয়! সঞ্জয় লীলা ভন্সালীর ‘ইনশাল্লাহ’-র প্ল্যান ভেস্তে যাওয়ায় হতাশ হয়েছিলেন সলমন অনুরাগীরা। তবে কি ইদে ভাইজানের তরফ থেকে ফ্যানেদের জন্য নতুন ‘উপহার’ আসবে না... এই চিন্তাই ঘুরপাক খাছিল তাঁদের মধ্যে।

কিন্তু ভক্তদের নিরাশ করতে একেবারেই নারাজ ভাইজান। তাই জোরকদমে শুরু করে দিয়েছেন ‘রাধে’-র শুটিং। অন্য দিকে আবার কিছু দিন আগেই প্রকাশিত হয়েছে ‘লক্ষ্মী বম্ব’-এর পোস্টার। সেই পোস্টারে শাড়ি পরিহিত অক্ষয় কুমারকে দেখে হতবাক হয়েছিলেন তাঁর ভক্তকুল।

Advertisement

আরও পড়ুন-ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী জুন মাল্য

আরও পড়ুন-শাহরুখ নন, ঐশ্বর্যাই আসল ‘হিরো’, বলল অর্চনার পরিবার

‘লক্ষ্মী বম্ব’ না কি ‘রাধে’—বক্স অফিস কার দখলে যাবে তা তো সময়ই বলবে, আপাতত সিনেমাপ্রেমীরা চেয়ে রয়েছেন আগামী বছরের ২২ মে-র দিকে। কারণ, ওই দিনই মুক্তি পাবে ছবি দু’টি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement