salman khan

Salman Khan: ‘রাধে’-র ব্যর্থতার পর দক্ষিণী ছবির পুনর্নির্মাণে সাফল্য খুঁজছেন সলমন?

মারকাটারি অ্যাকশন ঘরানার ছবির পর রহস্যের সন্ধানে সলমন। বলিউডে গুঞ্জন, দক্ষিণী অভিনেতা রবি তেজার ‘খিলাড়ি’ ছবির পুনর্নির্মাণ করার কথা ভাবছেন অভিনেতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ জুন ২০২১ ১৬:৩৭
Share:

সলমন খান।

মুখ থুবড়ে পড়েছে সলমন খানের ‘রাধে: ইয়োর মোস্ট ওয়ান্টেড ভাই’। নেটমাধ্যম ভরে গিয়েছে কটাক্ষ আর মিমে। কিন্তু ব্যর্থতা কখনওই হতাশ করতে পারেনি ‘ভাইজান’-কে। নতুন কাজের পরিকল্পনা নিয়ে এগিয়ে গিয়েছেন তিনি।

Advertisement

মারকাটারি অ্যাকশন ঘরানার ছবির পর রহস্যের সন্ধানে সলমন। বলিউডে গুঞ্জন, দক্ষিণী অভিনেতা রবি তেজার ‘খিলাড়ি’ ছবির পুনর্নির্মাণ করার কথা ভাবছেন অভিনেতা। এই তেলুগু ছবির ট্রেলার মুগ্ধ করেছে সলমনকে। পরিচালক রমেশ বর্মাকে হিন্দি ভাষায় এই ছবি তৈরির দায়িত্ব দিয়েছেন তিনি।

‘খিলাড়ি’ ছবিতে একই সঙ্গে দুটি চরিত্রে অভিনয় করবেন রবি। অতীতে সলমনও ‘জুড়ওয়া’, ‘প্রেম রতন ধন পায়ো’-র মতো ছবিতে জোড়া চরিত্রে অভিনয় করেছেন। তবে আদৌ ‘খিলাড়ি’-র পুনর্নির্মাণ হচ্ছে কি না, তা নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি অভিনেতা।

Advertisement

সলমন অবশ্য ‘রাধে’-র পর ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগের কাজ নিয়ে ব্যস্ত। অন্য দিকে, তাঁর ‘অন্তিম: দ্য ফাইনাল ট্রুথ’ মুক্তির অপেক্ষায়। এই ছবিতে এক সৎ, নির্ভীক পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement