Salman Khan Sonakshi Sinha

‘ইনিই আমার সুপার সেক্সি মিসেস’,কার কথা বললেন সলমন?

অবশেষে ব্যাচেলর জীবনকে টাটা জানিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভাইজান?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৯ ১৭:৩৯
Share:

সলমন খান।

খোঁজ মিলেছে সলমন খানের ‘মিসেস’-এর! যে সে মিসেস নন, একেবারে ‘সুপার সেক্সি মিসেস’। কী ভাবছেন, অবশেষে ব্যাচেলর জীবনকে টাটা জানিয়ে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ভাইজান? না, রিয়েল লাইফের এখনও সে রকম কোনও সুখবর দেননি সলমন।

Advertisement

তাহলে? ‘সুপার হাইপড’ ছবি ‘দাবাং ৩’-এর ট্রেলার মুক্তি পাবে দু’দিন পরেই। সেই ছবির প্রোমো শুটেরই একটি ভিডিয়ো সোমবার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সলমন। সেখানেই দেখা যাচ্ছে, সলমন ওরফে চুলবুল পাণ্ডে নিজস্ব কায়দায় পরিচয় করিয়ে দিচ্ছেন তাঁর অনস্ক্রিন স্ত্রী সোনাক্ষি সিন্‌হাকে, ‘‘ইনিই আমার সুপার সেক্সি মিসেস রাজ্জো।’’

দাবাং-৩ পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রভুদেবা। দাবাং-১ এবং দাবাং-২ এর মতো এই ছবিতেও দেখা যাবে রাজ্জো আর চুলবুলের রোম্যান্স। আর ভাইজান মানেই যে, অ্যাকশনে ভরপুর, তা বোধহয় বলার অপেক্ষা রাখে না।

Advertisement

আরও পড়ুন-ক্রিকেটার কে এল রাহুলের সঙ্গে সম্পর্ক নিয়ে অবশেষে মুখ খুললেন নিধি আগরওয়াল

আরও পড়ুন-জনতার কাছে ক্ষমা চাইলেন অমিতাভ!

ট্রেলার বার হতে বাকি আর মাত্র দু’দিন। গোটা ছবির জন্য অপেক্ষা করতে হবে চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত।

দেখে নিন সেই প্রোমো ভিডিয়ো

#2DaysToDabangg3Trailer @aslisona @arbaazkhanofficial @saieemmanjrekar @prabhudheva @kichchasudeepa @nikhildwivedi25 @skfilmsofficial @saffron_bm

A post shared by Chulbul Pandey (@beingsalmankhan) on

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement