Bangladesh border

বালুরঘাট সীমান্তেও কাজ আটকে দিল বাংলাদেশ! কাঁটাতারের বেড়া দিতেই পারল না বিএসএফ

দক্ষিণ দিনাজপুরে তিন দিকে বাংলাদেশ সীমান্ত। জেলা জুড়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া থাকলেও, ভৌগোলিক কারণে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৫ ১৮:৫৫
Share:

ফের বিএসএফ-কে বাধা বিজিবির!

মালদহের পর এ বার কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনা ছড়াল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সীমান্তেও। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বাধায় খোলা সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজই করতে পারল না বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)।

Advertisement

দক্ষিণ দিনাজপুরে তিন দিকে বাংলাদেশ সীমান্ত। জেলা জুড়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে কাঁটাতারের বেড়া থাকলেও, ভৌগোলিক কারণে বেশ কিছু এলাকায় কাঁটাতারের বেড়া দেওয়া যায়নি। বর্তমানে বাংলাদেশের ‘অস্থির পরিস্থিতি’র কারণে কাঁটাতারবিহীন এলাকাগুলিতেও বেড়া দেওয়ার কাজ শুরু করা হয়। বালুরঘাট ব্লকের শিবরামপুর সীমান্তে পুকুর এবং একটি গ্রামের কারণে কাঁটাতারের বেড়া ছিল না। দু’দিন আগে সেখানে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে নামে বিএসএফ। অভিযোগ, তারা মাটি সমান করার যন্ত্র আনতেই বাধা দেয় বিজিবি। যদিও এর পরে দু’দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ‘ফ্ল্যাগ মিটিং’ হয়। তবুও কাঁটাতারের বেড়ার কাজ বন্ধ রয়েছে এখনও।

এক গ্রামবাসী বলেন, ‘‘গত দু’দিন আগে বিএসএফ কাঁটাতারের বেড়ার দেওয়ার কাজ শুরু করেছিল। পরে আমরা জানতে পারি, বেড়া দেওয়ার কাজে বিজিবি বাধা দেওয়ায় তা বন্ধ রয়েছে।’’ বিষয়টি জানাজানি হতেই শনিবার ওই এলাকায় যান বালুরঘাট থানার পুলিশ আধিকারিকেরা। তবে বিএসএফের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement