Salman Khan

পর পর হুমকি সলমনকে! বাবা সিদ্দিকির ছেলের সঙ্গে তড়িঘড়ি শহর ছেড়ে কোথায় গেলেন ভাইজান?

বৃহস্পতিবার মুম্বইয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের শপথ গ্রহণ অনুষ্ঠানে দেখা গিয়েছিল সলমনকে। সেই অনুষ্ঠানে শাহরুখ খান, বিদ্যা বালনের সঙ্গে কথা বলতে দেখা যায় ভাইজানকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৭
Share:

হঠাৎ শহর ছাড়লেন সলমন খান। ছবি: সংগৃহীত।

একের পর এক হুমকি পাচ্ছেন সলমন খান। লরেন্স বিশ্নোই তাঁর নিশানায় অনড়। সম্প্রতি জানা গিয়েছে, ‘হিট লিস্ট’-এ রয়েছেন বলিউডের ভাইজানও। জেরার মুখে এমনই জানিয়েছেন বাবা সিদ্দিকির ঘটনায় অভিযুক্ত। সলমনের উপর হামলা করতে তাঁর বাড়ির আশেপাশেও নজর রেখেছেন আততীয়রা। বুধবার সলমনের শুটিং সেটে পর্যন্ত সরাসরি হুমকি দেওয়া হয়েছে। এই সবের মধ্যেই শহর ছাড়লেন সলমন।

Advertisement

বৃহস্পতিবার মুম্বইয়ে নবনির্বাচিত মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীসের শপথ গ্রহণ অনুষ্ঠানেও দেখা গিয়েছিল সলমনকে। সেই অনুষ্ঠানে শাহরুখ খান, বিদ্যা বালনের সঙ্গে কথা বলতে দেখা যায় ভাইজানকে। তার কিছু ক্ষণ পরেই মুম্বই বিমানবন্দরে পৌঁছন সলমন। বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকির সঙ্গে শহর ছেড়েছেন তিনি। সলমনের সঙ্গে ছিলেন তাঁর দেহরক্ষী শেরাও।

ছবিশিকারিদের দেখেই মুচকি হাসেন সলমন। তবে কোথায় যাচ্ছেন বা কেন তড়িঘড়ি শহর ছাড়লেন, তা খোলসা করেননি। হঠাৎ শহর ছাড়ার কারণে এই সপ্তাহান্তে ‘বিগ বস্ ১৮’-এর ‘উইকেন্ড কা ওয়ার’-এও উপস্থিত থাকবেন না সলমন। তাঁর পরিবর্তে সঞ্চালনা করবেন ফারহা খান।

Advertisement

বুধবার রাতে মুম্বইয়ের দাদর এলাকার জ়োন-৫-এ সলমনের শুটিং লোকেশনে এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি ঢুকে পড়েন। সে সময় বলিউড তারকা নিজে সেখানে উপস্থিত ছিলেন। পুলিশ সূত্রের খবর, সেটে উপস্থিত নিরাপত্তারক্ষীরা জিজ্ঞাসাবাদ শুরু করলে ওই ব্যক্তি লরেন্সের নাম করে হুমকি দেন। এর পর তাঁকে আটক করা হয়। পরে শিবাজি পার্ক থানার পুলিশ এসে তাঁকে গ্রেফতার করে নিয়ে যায়।

উল্লেখ্য, এপ্রিল মাসে সলমনের বাড়ি ‘গ্যালাক্সি’র বাইরেও গুলিবর্ষণ করেন আততায়ীরা। সেই ঘটনাতেও গ্রেফতার করা হয়েছিল দু’জনকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement