Bollywood Controversy

অস্কারজয়ী হয়েও সলমনের চোখে ‘গড়পড়তা’ রহমান! ভাইজানের দাবিতে কী উত্তর সুরকারের?

বিশ্বখ্যাত অস্কারজয়ী সুরকার এআর রহমান। দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের রহমানের অনুরাগীর সংখ্যা কম নয়। সেই কৃতী সুরকারকেই মঞ্চে ‘গড়পড়তা’ বলে বসলেন সলমন খান!

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৩ অগস্ট ২০২৩ ১৬:২৯
Share:

(বাঁ দিকে) এআর রহমান। সলমন খান (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্যতম বিতর্কিত ব্যক্তিত্ব তিনি। প্রেমিকা সংক্রান্ত বিতর্ক তো আছেই, পাশাপাশি একাধিক আইনি জটিলতাতেও বার বার নাম জড়িয়েছে সলমন খানের। বেফাঁস মন্তব্য করায় তাঁর জুড়ি মেলা ভার। মঞ্চেও এমন অনেক ঘটনা ঘটিয়েছেন বলিউডের ভাইজান। এমনই এক ঘটনার ভিডিয়ো সম্প্রতি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। মঞ্চে দাঁড়িয়ে অস্কারজয়ী সুরকার এআর রহমানকে ‘গড়পড়তা’ তকমা দিচ্ছেন সলমন!

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় ছড়িয়ে পড়া এক ভিডিয়োয় দেখা যাচ্ছে, মঞ্চে দাঁড়িয়ে রহমানকে ‘গড়পড়তা’ সঙ্গীত পরিচালক বলে উল্লেখ করছেন সলমন। সেই সময় তাঁর পাশেই দাঁড়িয়েছিলেন এআর রহমান নিজে। মন্তব্য করার পরে নিজেই বেকায়দায় পড়ে গিয়ে তা হেসে উড়িয়ে দেওয়ার চেষ্টা করেন ভাইজান। রহমান তখনও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শান্ত হয়েই দাঁড়িয়ে আছেন মঞ্চে। পরিস্থিতি সামলানোর জন্য জোর করে রহমানের হাতও ধরে ফেলেন সলমান। তাতেও হেলদোল হয়নি সুরকারের শরীরী অভিব্যক্তির। সলমন তার পরে রহমানকে প্রশ্ন করেন, ‘‘আমার জন্য কবে কাজ করবে?’’ সলমনের প্রশ্নের কোনও উত্তর তখন দেননি রহমান। পরে সলমন মঞ্চে না থাকাকালীন একই প্রশ্নের মুখে পড়েন অস্কারজয়ী সুরকার। উত্তর দিতে গিয়ে রহমান বলেন, ‘‘তা হলে ওঁকে আমার পছন্দের ছবিতে কাজ করতে হবে।’’

সলমন ও রহমানের ছবির ঘরানার মধ্যে পার্থক্য প্রায় আকাশ-পাতালের, তা দর্শক ও শ্রোতাদের অজানা নয়। যদিও ২০০৮ সালে সুভাষ ঘাই পরিচালিত সলমনের ‘যুবরাজ’ ছবিতে সুর দিয়েছিলেন রহমান। ড্যানি বয়েলের ‘স্লামডগ মিলিয়নেয়র’ ছবির ‘জয় হো’ গানের জন্য অস্কার জিতেছিলেন এআর রহমান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement