সলমন, ঐশ্বর্যা এবং সেলিম
সলমন খান এবং ঐশ্বর্যা রাই— নয়ের দশকের শেষে থেকে একবিংশ শতাব্দীর প্রথম দিক অবধি এই দু’টি নাম বলিপাড়ায় বহুল চর্চিত ছিল। অভিনয়ের জন্য নয়, তাঁদের দু’জনের সম্পর্কের জন্য। তাঁদের প্রেম, বিচ্ছেদ, তার পর একে অপরের মুখ না দেখা, সব মিলিয়ে সে সময় প্রায়শই খবরের শিরোনামে থাকতেন দুই তারকা। তাঁদের প্রেম ভেঙে যাওয়া নিয়ে সলমন খানের বাবা বর্ষীয়ান অভিনেতা সেলিম খান বলেছিলেন, ‘‘সলমন আর ঐশ্বর্যাকে প্রাণে মেরে ফেললে তাঁরা অমর প্রেমিক-প্রেমিকা হয়ে যাবে।’’
এমন কথা কেন বলেছিলেন সেলিম?
ফিরে যেতে হবে বেশ কয়েক বছর আগে। একটি সাক্ষাৎকারে সেলিমকে তাঁর পুত্রের বিতর্কিত প্রেম নিয়ে প্রশ্ন করায় তিনি বলেছিলেন, ‘‘ওদের একা ছেড়ে দিন। ওরা দু’জনেই প্রাপ্ত বয়স্ক। যদি তাদের প্রেমে জোর না থাকে, তবে তা ভেঙে যাবে। দুনিয়ার কোনও শক্তি সেই সম্পর্ক বাঁচাতে পারবে না। কেবলমাত্র যদি ওদের প্রাণে মেরে ফেলা হয়, তবেই তারা অমর প্রেমিক-প্রেমিকা হয়ে উঠবে।’’
শুধু তাই নয়, ঐশ্বর্যার পরে সলমনের আরও অনেকের সঙ্গে সম্পর্ক তৈরি হয়। তাঁদের মধ্যে সোমি আলি এবং সঙ্গীতার কথা উল্লেখ করেন সেলিম খান। তাঁর বক্তব্য, ‘‘সাত বছর প্রেম করার পরে সঙ্গীতার সঙ্গেও তো বিচ্ছেদ হয়ে যায়। সোমির সঙ্গেও সলমনের সম্পর্ক বেশি দিন টেকেনি। তাই আমার মতে, প্রেমে জোর না থাকলে দুটো মানুষ আলাদা হয়ে যাবেই।’’