Salim Khan

দুই স্ত্রীকে নিয়ে সেলিমের সংসার! হেলেনকে বিয়ে করে এসে সলমনকে কী বলেছিলেন?

সেলিম ও সালমার চার ছেলেমেয়ে— সলমন খান, আরবাজ় খান, সোহেল খান, অলিভিয়া খান অগ্নিহোত্রী। ১৯৮০ সালে হেলেনকে বিয়ে করেন সেলিম খান।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৫ ১৮:২৮
Share:

দ্বিতীয় বিয়ে করে সলমনকে কী বলেছিলেন সেলিম? ছবি: সংগৃহীত।

ছেলে সলমন খানকে নিয়ে প্রায়ই কথা বলেন সেলিম খান। নিজেই জানিয়েছেন, কেন বিয়ে করছেন না সলমন। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও কোনও রাখঢাক রাখেননি ভাইজানের বাবা। দুই স্ত্রী সালমা খান ও হেলেনকে নিয়েও মন্তব্য করেন তিনি। দুই স্ত্রীর জন্য গর্বিত বোধও করেন সেলিম খান। দুই স্ত্রীর জন্যই নাকি পরিবারে সম্প্রীতি বজায় থাকে।

Advertisement

সাক্ষাৎকারে সেলিম বলেন, “আমি সত্যিই সৌভাগ্যবান যে, আমার দু’জন স্ত্রী খুব মিলেমিশে থাকেন। দু’জনেই কিন্তু সুন্দরী। তার চেয়েও বড় কথা, সৌন্দর্য বজায় রেখেই তাঁদের বয়স বাড়ছে।” এক সময়ে প্রথম স্ত্রী ও তাঁর সন্তানদের নিজেই জানিয়েছিলেন, হেলেনের সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে। প্রথমে নাকি বিষয়টি ভাল ভাবে গ্রহণ করেননি সালমা খান। সেই প্রসঙ্গে সাক্ষাৎকারে সেলিম খান বলেন, “প্রথম খবরটা দেওয়ার পরে, ও (সালমা খান) কিন্তু আমার সঙ্গে হাত মেলায়নি। আমাকে খোঁচা দিয়ে বলেছিল, কী ভাল কাজই না আমি করছি! প্রথমে আমাদের সমস্যা হয়েছিল ঠিকই। কিন্তু সেটাখুবই অল্প দিনের জন্য। পরে সব কিছু মেনে নেওয়া হয়।”

সন্তানেরাও কি মেনে নিয়েছিলেন? উত্তরে সেলিম বলেন, “ওদের বলেছিলাম, ‘আমার আর একটা ব্যক্তিগত জীবন রয়েছে। আমি ওকে (হেলেন) বিয়ে করেছি। কিন্তু তোমাদের থেকে আমার কোনও প্রত্যাশা নেই। মায়ের মতো ওঁকে ভালবাসবে, এমন আমি আশা করছি না। শুধু ওঁকে একই রকম সম্মান কোরো, এটুকুই চাই’।”

Advertisement

সেলিম ও সালমার চার ছেলেমেয়ে— সলমন খান, আরবাজ় খান, সোহেল খান, অলিভিয়া খান অগ্নিহোত্রী। ১৯৮০ সালে হেলেনকে বিয়ে করেন সেলিম খান। তাঁরাই পরে অর্পিতা খানকে দত্তক নিয়েছিলেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement