সলমন-সাজিদের জুটিই থাকছে

সলমনের ‘ভারত’-ও এক সপ্তাহের মধ্যেই দেশের বক্স অফিসে ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জুন ২০১৯ ০০:০১
Share:

সাজিদ ও সলমন

টাইগার, দব‌ংয়ের পরে সলমন খান অভিনীত ‘কিক’ও একটি ফ্র্যাঞ্চাইজ়ির রূপ পেতে চলেছে। ‘কিক’-এর পরিচালক ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি বলিউডের অন্যতম বড় মাপের প্রযোজক। জল্পনা ছিল, ‘কিক টু’-এর পরিচালক বদল হবে। সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে নাদিয়াদওয়ালা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টুইটে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন ছবিতেও পরিচালক থাকছেন সাজিদ। সলমন-সাজিদের জুটির ম্যাজিক আগেও বক্স অফিসে বাজিমাত করেছে। তাই এই জুটির কোনও বদল হচ্ছে না। শোনা গিয়েছিল, নায়িকাও পরিবর্তন হবে। তবে আগের ছবির মতোই জ্যাকলিন ফার্নান্ডেজ়ই থাকছেন, তা-ও নিশ্চিত ভাবে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

Advertisement

পাশাপাশি সলমনের ‘ভারত’-ও এক সপ্তাহের মধ্যেই দেশের বক্স অফিসে ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সমালোচকদের একাংশ ছবিটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। নিন্দুকেরা হামেশাই সলমনের ছবি নিয়ে ট্রোল-মিম বানায়। তবে পঞ্চাশোর্ধ্ব সলমনের স্টারডমে যে ভাটা পড়েনি, বক্স অফিস রিপোর্টই তার প্রমাণ। দু’টি সফল ফ্র্যাঞ্চাইজ়ির পরে তৃতীয় ফ্র্যাঞ্চাইজ়িও যে তাঁর আসছে, সেটাই বড় কথা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement