বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭৪ বছরের সঙ্গীতশিল্পী
প্রয়াত সন্তুর-বাদক পণ্ডিত ভজন সোপরি। বৃহস্পতিবার দুপুরে গুরগাঁওয়ের এক বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন ৭৪ বছরের সঙ্গীতশিল্পী। শারীরিক অসুস্থতার কারণে বেশ কিছু দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেখানে চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয়েছে তাঁর।
লোকে তাঁকে বলতেন ‘সন্তুর সন্ন্যাসী’। ধ্রুপদী সঙ্গীতের জগৎ আলো করে ছিলেন পণ্ডিত ভজন সোপরি। আসল নাম ভজন লাল। ১৯৪৮ সালে শ্রীনগরে জন্ম সন্তুর-শিল্পীর। তবে কেবল সন্তুরের সুরেই তাঁর খ্যাতি নয়। মৌলিক সুরস্রষ্টা হিসেবেও জনপ্রিয় হয়েছিলেন এই কাশ্মীরি বাদক। তাঁর প্রয়াণে সন্তুরের দুনিয়ায় এক যুগের অবসান ঘটল। শোকের ছায়া ভারতীয় ধ্রুপদী সঙ্গীতমহলে।