Saif Ali Khan

ছেলে জেহের হাত ধরে মাঠ থেকে বেরোচ্ছেন, আলোকচিত্রীদের দেখামাত্রই জোর ধমক সইফের

মাস কয়েক আগে সইফ আলি খান ও করিনা কপূরের বাড়ির ভিতরে ঢুকে পড়েন তাঁরা। সেই সময় বেজায় চটেছিলেন অভিনেতা। এ বার ফের ছবিশিকারিদের কোন কারণে জোর ধমক দিলেন সইফ?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৪ ২০:০৯
Share:

অভিনেতা সইফ আলি খান। ছবি: সংগৃহীত।

মায়ানগরীতে দিন দিন ফটোশিকারিদের দৌরাত্ম্য বাড়ছে। এত দিন বিমানবন্দর, জিম কিংবা ক্যাফেতেই ছিল তাঁদের আনাগোনা, এখন যেন তারকাদের ব্যক্তিগত পরিসরে ঢুকে যাচ্ছেন তাঁরা। ফটোশিকারিদের উপদ্রবে নাভিশ্বাস ওঠার জোগাড় তারকাদের। মাস কয়েক আগে সইফ আলি খান ও করিনা কপূরের বাড়ির ভিতরে ঢুকে পড়েন তাঁরা। সেই সময় বেজায় চটেছিলেন অভিনেতা। এ বার ফের ছবিশিকারিদের জোর ধমক দিলেন সইফ।

Advertisement

দিন কয়েক ধরেই আলোকচিত্রীদের সামনে যখনই আসছেন তখনই মেজাজ গরম সইফের।কখনও ছেলে জেহকে ধমক দিচ্ছেন, কখনও আবার বিমানবন্দরে সহকারীর সঙ্গে বচসায় জড়িয়েছেন। এ বার ছবিশিকারিদেরই দিলেন ধমক। ছোট ছেলে জেহ আলি খানকে নিয়ে খেলাতে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্ত্রী করিনাও। জেহের হাত ধরে খেলার মাঠ থেকে বেরোচ্ছেন তখনই ক্যামেরার ঝলকানি। তাতেই রেগে যান ছোটে নবাব। বলেন, ‘‘কোনও জায়গা বাদ দেবেন কি! একটা বাচ্চার ফুটবল ম্যাচ ছিল, সেখানেও পৌঁছে গিয়েছেন, আলো কম করুন। এত ফ্ল্যাশ কেন, সব কিছু সিনেমার পার্টি!’’ বলেই ছেলেকে নিয়ে গাড়িতে উঠে যান। তাঁর কথা মতো আলো কমিয়ে দিলেও ছবি তোলা থামাননি ছবিশিকারিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement