বাঁ দিক থেকে, কঙ্গনা, কর্ণ এবং সেফ।
স্বজনপোষণ নিয়ে বিতর্কের মধ্যেই কর্ণ জোহরের পাশে দাঁড়ালেন সেফ আলি খান। চ্যাট শো-তে কর্ণের উদ্দেশে কঙ্গনার বিস্ফোরক কমেন্টের সঙ্গে তিনি যে মোটেও সহমত নন, সাফ জানান অভিনেতা।
বেশ কয়েক বছর আগের কথা। কর্ণের চ্যাট শো 'কফি উইথ কর্ণ’-তে সেফের সঙ্গে অতিথি হয়ে এসেছিলেন কঙ্গনা।
সেই শো-তেই কর্ণকে সরাসরি 'স্বজনপোষণের ধ্বজাধারী' বলে আক্রমণ করেন অভিনেত্রী। কঙ্গনা বলেন, যদি কোনও দিন তাঁর বায়োপিক বানানো হয়, তবে কর্ণ হবেন সেই ব্যক্তি যিনি সারা দিন পরনিন্দা করে বেড়ান। এখানেই শেষ নয়, কর্ণ 'মুভি মাফিয়া' এমনটাও বলেছিলেন কঙ্গনা।
পরবর্তীতেও বিভিন্ন চ্যাট-শোতে স্টারকিডদের উপর কর্ণের পক্ষপাতিত্বের অভিযোগ এনে তাঁকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কঙ্গনা। এমনকি, সুশান্তের মৃত্যুর পিছনেও কর্ণের পক্ষপাতিত্বের ভূমিকা রয়েছে বলেই অভিযোগ এনেছিলেন তিনি।
আরও পড়ুন- ‘শ্রীময়ী-রোহিতরা এক হয় না, মা-কাকিমার প্রেমিক ফিরলে মানতে পারবেন সবাই?’
দেখুন চ্যাট-শো'তে কর্ণকে কী বলেছিলেন কঙ্গনা
এ বার সেই সব মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সেফ বলেন, “কঙ্গনা যে ভাবে ভেবেছে তার সঙ্গে আমি মোটেও একমত নই। শো-তে এসে সঞ্চালককেই আক্রমণ! আমি পারব না। আমি অবাক হয়ে গিয়েছিলাম। ওদের মাঝে পড়ে কিছুটা অপ্রস্তুতও।’’
কর্ণের প্রশংসাতেও পঞ্চমুখ ছোটে নবাব। ভারতে অসাম্য রয়েছে, সে কথা স্বীকার করেই তাঁর মন্তব্য, ‘‘স্বজনপোষণ, পক্ষপাতিত্ব— এগুলো সম্পূর্ণ পৃথক শব্দ। আমি নিজেও এর শিকার হয়েছি। তবে কর্ণ মুকুটে নিজের যোগ্যতায় পালক জুড়েছে। সত্যি সব সময়েই বড্ড জটিল। তার অনেক দিক থাকে। কিন্তু দুঃখের বিষয় মানুষ সে দিকে আগ্রহী নয়।’’
এ দিকে সুশান্তের মৃত্যুর পরে যে হারে ট্রোলড হয়েছেন কর্ণ তাতে কার্যত অন্তরালে চলে গিয়েছিলেন তিনি। মুম্বই ফিল্ম ফেস্টিভ্যালের গুরুত্বপূর্ণ পদ থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। শোনা যাচ্ছে, তাঁর চ্যাট শো ‘কফি উইথ কর্ণ’-র পরের সিজনও বন্ধ হয়ে গিয়েছে এই ডামাডোলে। সব মিলিয়ে এই মুহূর্তে বেশ বিপাকে এই পরিচালক-প্রযোজক।