Taimur Ali Khan birthday

দেখতে দেখতে আট বছর তৈমুরের! পুত্রের জন্মদিনে কী কী আয়োজন করলেন সইফ-করিনা?

খুদেকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভরিয়ে দেন করিনা-সইফের অনুরাগীরা। সকাল থেকে এ দিন তাঁদের বাড়িতে হইহই রব।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৮:৩০
Share:

তৈমুরের আট বছরের জন্মদিন। ছবি: সংগৃহীত।

দেখতে দেখতে আট বছর হয়ে গেল তৈমুর আলি খানের। বৃহস্পতিবারই ধীরুভাই অম্বানী আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সইফ-করিনার পুত্র। ছেলের অনুষ্ঠান দেখতে পৌঁছে গিয়েছিলেন তারকা দম্পতি। যথারীতি তাঁদের ক্যামেরাবন্দি করেছেন ছবিশিকারিরা। দুই ছেলের অনুষ্ঠান দেখেই আনন্দিত করিনার ছবিও এই মুহূর্তে ভাইরাল সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দ জারি রইল শুক্রবারও, কারণ এ দিন তৈমুরের জন্মদিন। খুদেকে জন্মদিন উপলক্ষে শুভেচ্ছায় ভরিয়ে দেন করিনা-সইফের অনুরাগীরা। সকাল থেকে এ দিন তাঁদের বাড়িতে হইহই রব। বাড়িতেই হচ্ছে উদ্যাপন। নির্দিষ্ট সময়ে হাতে হাত রেখে সোহা আলি খান ও কুণাল খেমুকে সইফ-করিনার বাড়িতে প্রবেশ করতে দেখা যায়। সেই মুহূর্তও বন্দি করেন ছবিশিকারিরা। জন্মদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে হাজির হন কর্ণ জোহরও। সঙ্গে নিয়ে আসেন দুই ছেলেমেয়ে রুহি ও যশকে।

জন্মদিনে নাকি আমন্ত্রিত শিশুরাও উপহার পেয়েছে তৈমুরের তরফ থেকে। জন্মের পর থেকে সইফ আলি খান ও করিনা কপূর খানের পুত্র তৈমুরকে নিয়ে চর্চার শেষ নেই। সে মুচকি হাসলে কিংবা হাত নাড়লেই ক্যামেরাবন্দি করতেন ছবিশিকারিরা। রাতারাতি ভাইরাল হত সেই সব ছবি বা ভিডিয়ো। এখন সামান্য বড় হয়েছে তৈমুর। এখন সে আবার ছোট ভাই জেহ-র বড়দা। তাই ছবিশিকারিদের সামনে আজকাল ভাইকেই এগিয়ে দেয় সে। নিজে কিছুটা পিছনেই থাকতে ভালবাসে।

Advertisement

২০১৬ সালের ২০ ডিসেম্বর তৈমুরের আগমন। এখন তার মধ্যে বড়দা সুলভ ভাবও এসেছে। এক সাক্ষাৎকারে শর্মিলা ঠাকুর জানিয়েছিলেন, তৈমুর নাকি এখন অনেকটাই শান্ত। বরং ছোট ভাই জেহ দুষ্টুমিতে ভরিয়ে রাখে সারা বাড়ি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement