(বাঁ দিকে) ‘ওএমজি ২’ ছবিতে অক্ষয় কুমার, সদ্গুরু (ডান দিকে)। ছবি: সংগৃহীত।
আর তিন দিনে মুক্তি পাবে তাঁর ছবি। ছবির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই একের পর এক বিতর্ক। এমনিতেই সময় ভাল যাচ্ছে না অক্ষয় কুমারের। গত দু’বছরে একটি ছবিও হিট হয়নি তাঁর। শুধুই ব্যর্থতা। আশা এখন ‘ওএমজি২’ ছবিটি নিয়ে। কিন্তু প্রথম দিন থেকেই একটার পর একটা বিতর্ক লেগেই রয়েছে ছবি ঘিরে। ১১ অগস্ট মুক্তি পাচ্ছে এই ছবি। একই দিনে মুক্তি পাচ্ছে ‘গদর ২’। ছবির বুকিং থেকে প্রচার সব দিক থেকেই পিছিয়ে অক্ষয়ের ছবি। এ বার নিজের ছবির বিশেষ স্ক্রিনিং করালেন অক্ষয়। তা-ও আবার একেবারে সদ্গুরুর আশ্রমে। ছবি দেখে প্রতিক্রিয়া দিলেন সদ্গুরু।
কোয়েম্বাত্তুরে অবস্থিত সদ্গুরুর আশ্রম। যোগসাধনা করতে দেশ-বিদেশ থেকে অনুরাগীরা সেখানে হাজির হন। এ বার সদ্গুরুর শরণাপন্ন হলেন খিলাড়ি কুমার। সোমবার এই যোগগুরু নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অক্ষয়ের সঙ্গে একটি ভিডিয়ো দেন। সেখানে দেখা যাচ্ছে, সদ্গুরু আশ্রমের বাগানে ‘ফ্লাইং ডিস্ক’ নিয়ে খেলছেন তাঁরা। এই ছবি যে ভীষণ সময়োপযোগী, সে কথা জানান এই খ্যাতনামী আধ্যাত্মিক গুরু।
নিজের টুইটারে অক্ষয়ের ছবির প্রশংসা করে লেখেন, ‘‘আপনাকে পেয়ে আমরা আপ্লুত। ‘ওএমজি২’ ছবির মাধ্যমে অনেক কিছু শিখলাম। আসলে সমাজের উৎকর্ষ বৃদ্ধি করতে হলে সবার আগে যুব সমাজকে বুঝতে হবে। এবং একটা মানুষের শরীরের চাহিদা বুঝতে হবে। মহিলাদের সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ রাখতে যা ভীষণ গুরুত্বপূর্ণ।’’
চারপাশে শুধুই সমালোচনা এই ছবি ঘিরে। তার মাঝেই সদ্গুরুর কাছে এমন প্রতিক্রিয়া পেয়ে অক্ষয় লেখেন, ‘‘আমার জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা।’’ অমিত রাই পরিচালিত এই ছবিতে অক্ষয় কুমার ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠী, ইয়ামি গৌতম ও অরুণ গোভলি।