Mahapith Tarapith

Mahapith Tarapith: ‘মহাপীঠ তারাপীঠ’-এর সেটে কৌশিকী অমাবস্যার পুজো, আরতিতে ‘বামা’ সব্যসাচী

কৌশিকী অমাবস্যায় উপবাসে থাকেন ছোট পর্দার ‘বামদেব’?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৫
Share:

শ্যুট ছাড়াও আলাদা করে তারা মায়ের পুজোয় মাতেন টিম ‘মহাপীঠ তারাপীঠ’।

সারা বছর মা তারার নিত্যপুজো হয় ধারাবাহিক ‘মহাপীঠ তারাপীঠ’-এ। রোজ নিজের হাতে মায়ের আরতি করেন ‘বামদেব’ সব্যসাচী চৌধুরী। তার পরেও কৌশিকী অমাবস্যার জন্য তাঁর অধীর প্রতীক্ষা। এ দিন শ্যুট ছাড়াও আলাদা করে তারা মায়ের পুজোয় মাতেন টিম ‘মহাপীঠ তারাপীঠ’। ছোট্ট ব্যতিক্রম, বরাবর এ দিনের পুজোর দায়িত্বে থাকেন ধারাবাহিকের শিল্প নির্দেশনা বিভাগের ছোটুদা। আনন্দবাজার অনলাইনকে সব্যসাচী জানিয়েছেন, ‘আমি পরে মায়ের আরতি করি’।

তারা মায়ের আরাধনার সেই ছবি নেটমাধ্যমে ভাগ করে নিয়েছেন অভিনেতা। ছবি দেখে খুশি তাঁর হাজার ভক্ত-অনুরাগী। অনেকেই আশীর্বাদ চেয়েছেন তাঁর কাছে। সেটে থাকতে না পারার খেদ জানিয়েছেন প্রবীণ অভিনেতা শঙ্কর ঘোষাল। অতিমারিতে কর্মহীন অবস্থায় যখন অভাবে দিন কাটছিল তাঁর, তখনই সব্যসাচী তাঁকে ধারাবাহিকে অল্প দিনের কাজের বন্দোবস্ত করে দিয়েছিলেন। মন্তব্য বিভাগে তিনি জানিয়েছেন, ‘১৯৭৩ সাল থেকে তারা মায়ের ভক্ত। আগে জানলে নিশ্চয়ই একবার যেতাম। ’

Advertisement

বিশেষ দিনে সেটে তারা মায়ের পুজো কী ভাবে হয়? এ দিন উপবাসে থাকেন ছোট পর্দার ‘বামদেব’?

সব্যসাচী বলেছেন, ‘‘তারাপীঠের মতো সেটে অত নিখুঁত ভাবে পুজো সম্ভব নয়। শ্যুটের আগে বড়মার উদ্দেশে প্রার্থনা করি আমরা। মায়ের আরতি হয়। ছোটুদা নিজের মতো করেই সবটা করেন। পুজো মিটলে আমাদের প্যাঁড়া ভোগ দেন।’’ তাঁর দাবি, সারা দিন শ্যুট। উপবাস করলে তার ছাপ পড়ে চোখেমুখে। তা ছাড়া, শরীর খারাপ হওয়ার সম্ভাবনাও থাকে। তাই না খেয়ে থাকেন না সব্যসাচী। তবে এ কৌশিকী অমাবস্যার আরতির দৃশ্য শ্যুট হয় প্রতি বছর। সেই আরতি নিজের হাতে করেন ‘বামা’। তারা মায়ের কাছে এ দিন কী প্রার্থনা জানান? হাসিমুখে জবাব এল, ‘‘সবাইকে ভাল রেখো। সবার ভাল হোক।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement