Saba Ali Khan

অমৃতার সঙ্গে সারার ছবি দিলেন সইফের বোন, আপ্লুত নেটাগরিকরা

সাবার এই পোস্ট অমৃতা এবং সারাকে ভালবাসা জানিয়েছেন নেটাগরিকরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ জুন ২০২১ ২৩:০৩
Share:

ছবি: টুইটার থেকে

ফেলে আসা সময় বারবার দেখতে ইচ্ছা করে সাবা আলি খানের। সইফ আলি খানের বোনের ইনস্টাগ্রামের দেওয়াল জুড়ে তাই শুধুই পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তের নানা ছবি। শনিবার ফের স্মৃতিমেদুর তিনি। নেটাগরিকদের সঙ্গে ভাগ করে নিলেন ভাইঝি সারা আলি খানের ছোটবেলার ছবি। দেখা যাচ্ছে, মা অমৃতা সিংহের কোলে ছোট্ট সারা। মেয়ের দিকে তাকিয়ে হাসছেন অমৃতা। সারার মুখেও হাসি। ছবির সঙ্গে লিখেছেন, ‘একজন মায়ের কাছে তাঁর পৃথিবী এবং পরিবেশ, দুটোই তাঁর সন্তান’। বিশ্ব পরিবেশ দিবসে এ ভাবেই মা এবং সন্তানের সম্পর্কের নিজের মতো ব্যাখ্যা দিলেন তিনি।

Advertisement

সাবার এই পোস্ট অমৃতা এবং সারাকে ভালবাসা জানিয়েছেন নেটাগরিকরা। অতীতেও সারা, ইব্রাহিম, তৈমুরের একাধিক ছবি ভেসে উঠেছে সাবার ইনস্টাগ্রামের দেওয়ালে।

মে মাসের শুরুতে মাতৃদিবসের দিনও একটি পোস্ট করেছিলেন সাবা। পরিবারের সব মায়েদের ছবির কোলাজ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। সেখানে সইফের প্রান্তন স্ত্রী অমৃতা সিংহের ছবিও রেখেছিলেন শর্মিলা-কন্যা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement