Saba Ali Khan

প্রিয় মানুষদের সঙ্গ জীবনকে অমূল্য করে তোলে, মত সইফের দিদির

এক সপ্তাহ ধরে পরিবারের সঙ্গে কাটানো সময়ের ছবি দিচ্ছেন তিনি। রবিবার পোস্ট করলেন একটি ভিডিয়ো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৬ মে ২০২১ ২০:৩৩
Share:

সাবা আলি খান।

পরিবারের সঙ্গে সময় কাটানোর বিশেষ মুহূর্তগুলো বার বার ফিরে দেখতে ইচ্ছে করে সাবা আলি খানের। সইফ আলি খানের দিদির ইনস্টাগ্রাম তেমনই বলছে। এক সপ্তাহ ধরে পরিবারের সঙ্গে কাটানো সময়ের ছবি দিচ্ছেন তিনি। রবিবার পোস্ট করলেন একটি ভিডিয়ো।

Advertisement

সাবার পোস্ট করা ভিডিয়োতে রয়েছেন সইফ এবং করিনা কপূর খান। সেই সঙ্গে আছে তৈমুর আলি খান এবং তাঁদের দ্বিতীয় সন্তান। ভিডিয়োতে দেখা যাচ্ছে সইফের বোন সোহা আলি খান, তাঁর স্বামী অভিনেতা কুণাল খেমু এবং তাঁদের সন্তান নাওমি খেমুকে। সাবা লিখেছেন, ‘আমার এই পাগল পরিবারকে ভালবাসি। আমরা এরকমই এবং এর থেকেও বেশি কিছু। আমরা সর্বদা একসঙ্গে থাকি’। ভক্তদের ভালবাসা উপচে পড়েছে সাবার পোস্টে।

মে মাসের শুরুতে মাতৃদিবসের দিনেও পোস্ট করেছিলেন সাবা। পরিবারের সব মায়েদের ছবির কোলাজ অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। সেখানে সইফের প্রান্তন স্ত্রী অমৃতা সিংহের ছবিও রেখেছিলেন সাবা। তা দেখে তাঁর ভূয়সী প্রশংসা করেছিলেন নেটাগরিকরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement