সায়নী ঘোষ। ছবি: টুইটারের সৌজন্যে।
টেলিভিশন হোক বা ফিল্ম— দুটো মাধ্যমেই কাজের অভিজ্ঞতা রয়েছে অভিনেত্রী সায়নী ঘোষের। এ বার তিনি ওয়েব ফিল্মে।
ভারত-বাংলাদেশের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে নতুন শর্ট ফিল্ম ‘সিনেমার পর্দায় সব চরিত্র কাল্পনিক’। সেখানেই অভিনয় করছেন সায়নী। তাঁর কথায়, ‘‘আমার সঙ্গে বাংলাদেশ থেকে মামনুন হাসান ইমন রয়েছেন। ছবিতে এক ফিল্ম মেকারের চরিত্র করছেন ইমন। আমি একজন সাবজেক্ট। সে ভাবেই আলাপ হবে আমাদের। জাস্ট শুটিং শেষ করলাম আমরা।’’
কৃশ সোমক বেরার পরিচালনায় তপন রায় এবং বনানী রায়ের প্রযোজনায় এই শর্ট ফিল্মের শুটিং শুরু হয়েছিল গত এপ্রিলে। সায়নী জানালেন, আগামী ইদে অথবা পুজোয় এই শর্ট ফিল্ম রিলিজ হবে ইউটিউবে। সব মিলিয়ে গোটা টিমের সঙ্গে কাজ করে খুশি অভিনেত্রী।
আরও পড়ুন, জন্মদিনে ইলিশ মাছ দিয়ে ভাত খাব, বলছেন পরমা
একদিকে ‘লালটিপ’ ‘গহীনে শব্দ’খ্যাত ইমন অন্যদিকে সায়নী দু’জনের অভিনয় দেখার জন্য আপাতত অপেক্ষার পারদ চড়ছে দুই বাংলার সিনেপ্রেমীদের মধ্যে। !🎥♥️😎
একদিকে ‘লালটিপ’ ‘গহীনে শব্দ’খ্যাত ইমন অন্যদিকে সায়নী দু’জনের অভিনয় দেখার জন্য আপাতত অপেক্ষার পারদ চড়ছে দুই বাংলার সিনেপ্রেমীদের মধ্যে।