Saanjher Baati

সোশ্যাল মিডিয়ায় মৃত্যুর কথা কেন বললেন ‘সাঁঝের বাতি’-র চারু?

'কী করব আমি? মরে যাব? আমার মন নেই? কষ্ট হয় না আমার?' হাসতে হাসতে এমন কথা কেন বললেন দেবচন্দ্রিমা থুড়ি 'সাঁঝেরবাতি'-র চারু!

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ১৪:৫২
Share:

অভিনেত্রী দেবচন্দ্রিমা রায়

হাসিমুখে মৃত্যুর কথা বলছেন কেন দেবচন্দ্রিমা থুড়ি ‘সাঁঝের বাতি’-র চারু! আর্য এখন জেলে। তাঁকে কাছে পাচ্ছেন না বলেই কি মরে যাওয়ার কথা বলছেন? কিন্তু তা বলে হাসতে হাসতে কেন বলবেন, ‘কী করব আমি? মরে যাব? আমার মন নেই? কষ্ট হয় না আমার?’

Advertisement

ক্যামেরার সামনেই বলছেন বটে, তবে মেগার সেটে না। স্টুডিয়োর বাইরে তিনি। ব্যক্তিগত স্মার্টফোনের ক্যামেরার সামনে দেবচন্দ্রিমা। চারু না, আজ তিনি দেবচন্দ্রিমা। তাঁর পাশে রয়েছেন তাঁরই সহকর্মী অভিনেত্রী পিয়ালী সাসমল। ‘সাঁঝের বাতি’ মেগায় অমৃতার চরিত্রে অভিনয় করেন তিনি।

দু'জনে মিলে রিল ভিডিয়ো বানালেন তাঁরা। ট্রেন্ড থেকে কখনও দূরে থাকেন না অভিনেত্রী দেবচন্দ্রিমা রায়। যশরাজ মুখাটের বিখ্যাত র‍্যাপ ‘সাডা কুত্তা’-য় অভিনয় করলেন দেব-পিয়ালী।

Advertisement

A post shared by Debchandrima❣️ (@debchandrima_official)

আর এ দিকে দুই নায়িকা নাচতে নাচতে বলতে লাগলেন, ‘কী করব আমি মরে যাব? আমার মন বলে কিছু নেই? তোমার কুকুরটা কুকুর। আর আমার কুকুরটা টমি?’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement