সাংবাদিক সম্মেলনে বিবৃতি পাঠ করলেন রূপঙ্কর। কেকের মৃত্যুর পর এই প্রথম মুখ খুললেন তিনি। তবে নিজে মুখে বললেন না কিছু। পাঠ করলেন কাগজ দেখে। বললেন, সঙ্গীত-জীবনে এমন বিভীষিকার মুখোমুখি হতে হবে তিনি ভাবেননি।
কেকের মৃত্যু নিয়ে দুঃখপ্রকাশ করে বাকি বিবৃতি পাঠ করেন তিনি। গায়কের কথায়,‘‘ওড়িশায় বসে করা একটি ভিডিয়ো পোস্টে এমন পরিস্থিতি তৈরি হবে, যা আমার গোটা পরিবারকে ঠেলে দেবে চরম আতঙ্ক, দুর্ভাবনা এবং মানসিক নিপীড়নের মধ্যে, যেখানে আমার বাড়ির বাইরে নিরাপত্তা রক্ষায় পাহারা দেবে টালা থানার পুলিশ, নিয়ত হুমকি এসেই যাবে আমার স্ত্রীর ফোনে"
মুহূর্তের অসতর্কতায় যে এমন ঘৃণ্য পরিবেশ তৈরি হবে বোঝেননি রূপঙ্কর। গায়ক হিসেবে দেশে-বিদেশে এত লক্ষ লক্ষ মানুষের ভালবাসা পেয়েছেন, তাঁদের আবেগ অনুভব করেছেন এত বছর ধরে, আর আজ এক লহমায় সব বদলে গেল। কথা গুছিয়ে বলতে না পারার জন্যই কি! মেনে নিতে পারছেন না তিনি।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।