Rupam Islam

Rupam Islam: বহু দিন বাড়ির বাইরে পা না রেখেও স্ত্রী, পুত্র-সহ করোনায় আক্রান্ত রূপম ইসলাম

রূপমের হালকা জ্বর। রূপসার জ্বর নেই। কিন্তু ছেলের ধূম জ্বর। হালকা সর্দি-কাশি রয়েছে তিন জনেরই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২২ ১৪:৩৫
Share:

ছেলে রূপের সঙ্গে রূপম।

বাড়ির বাইরে পা দেননি সাত দিন। তার পরেও করোনায় আক্রান্ত রূপম ইসলাম। শুধু তিনি নন, তাঁর স্ত্রী রূপসা এবং ছেলে রূপও একই রোগে আক্রান্ত। আপাতত বাড়িতেই নিভৃতবাসে রয়েছেন তিন জন। মঙ্গলবার সকালে আরটিপিসিআর পরীক্ষা করিয়েছিলেন তাঁরা। রাতেই রিপোর্ট পেয়েছেন।

Advertisement

রূপমের হালকা জ্বর। রূপসার জ্বর নেই। কিন্তু ছেলের ধূম জ্বর। হাল্কা সর্দি-কাশি রয়েছে তিন জনেরই। চিকিৎসকের পরামর্শ মতো ওষুধ খাওয়া শুরু করে দিয়েছেন।

আনন্দবাজার অনলাইনকে রূপম বললেন, ‘‘আমাদের স্টুডিয়োয় তিন জন কোভিড পজিটিভ হওয়ায় আমরা গৃহবন্দি হয়ে গিয়েছি অনেক দিন আগেই। কারও সঙ্গে দেখা হয়নি। তাই কাউকে আর আলাদা করে সতর্ক করার প্রয়োজন পড়েনি।’’

Advertisement

রূপমের বাড়িতে তাঁদের পরিচারিকা রয়েছেন। যদিও তাঁর তিন মাসেই আগেই কোভিড হয়েছে বলে চিকিৎক জানিয়েছেন, তাঁর কোনও বিপদ নেই। তিনিই আপাতত সাহায্য করছেন রূপমের পরিবারকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement