১০ অগস্ট আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন রাজু শ্রীবাস্তব।
মস্তিষ্ক কাজ করছে না। ক্রমে খারাপ হচ্ছে রাজু শ্রীবাস্তবের শরীর। বৃহস্পতিবার, হাসপাতালে প্রিয় বন্ধুকে দেখতে গিয়ে এমনটাই জানিয়েছেন রাজুর প্রিয় বন্ধু সুনীল। আর এই খবরেই বেজায় চটেছেন রাজুর সহকারী মকবুল। তাঁর শরীরিক অবস্থা সম্পর্কে মিথ্যে খবর রটানো হচ্ছে।
তিনি জানিয়েছেন, রাজুর মস্তিষ্ক মোটেই নিষ্ক্রিয় হয়ে যায়নি। তাঁকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকরা। কৌতুকশিল্পীর অবস্থা নিয়ে যেন কোনও ভুয়ো খবর রটানো না হয়। এমনটাই আর্জি রাজুর ম্যানেজারের। এই খবরে ভেঙে পড়েছে তাঁর পরিবারও।
প্রায় নয় দিন হয়ে গেল হাসপাতালে ভর্তি কৌতুকশিল্পী রাজু শ্রীবাস্তব। ১০ অগস্ট আচমকা বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। সঙ্কটজনক অবস্থায় ভর্তি করা হয় দিল্লি এমসে। সেই থেকে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিল্পী।