গোপন অভিমানে ইন্সটাগ্রামে আসতেন না শাহরুখ?

পাক্কা দু’ বছর ইন্সটাগ্রামে নিখোঁজ ছিলেন শাহরুখ খান। ইতিউতি তাঁর টুইট দেখা যেত ঠিকই, কিন্তু ইন্সটাগ্রাম? কখনই নয়! তবে, আবার তিনি ফিরেছেন তাঁর ইন্সটাগ্রাম সাম্রাজ্যে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৫ ১৫:১৭
Share:

পাক্কা দু’ বছর ইন্সটাগ্রামে নিখোঁজ ছিলেন শাহরুখ খান। ইতিউতি তাঁর টুইট দেখা যেত ঠিকই, কিন্তু ইন্সটাগ্রাম? কখনই নয়! তবে, আবার তিনি ফিরেছেন তাঁর ইন্সটাগ্রাম সাম্রাজ্যে।

Advertisement

এ বার অবশ্য বলিউডের বাদশা ইন্সটাগ্রামে তাঁর হারানো রাজত্বটার হাল ফের শক্ত করে ধরেছেন। সম্প্রতি দু’টো ছবিও পোস্ট করেছেন ইন্সটাগ্রামে। আর তার সঙ্গে দিচ্ছেন কিঞ্চিৎ কৈফিয়ৎ— কেন তিনি ইন্সটাগ্রামে আসতেন না!

শাহরুখ লিখেছেন, এত দিন ধরে ইন্সটাগ্রাম না করার ফলে তিনি পাসওয়ার্ডটা বেমালুম ভুলে মেরে দিয়েছিলেন। ফলে, হাজার ইচ্ছে থাকা সত্ত্বেও, অনেক চেষ্টা করেও কিছুতেই ইন্সটাগ্রাম ব্যবহার করতে পারতেন না।

Advertisement

অজুহাতটা বড্ড মেকি শোনাচ্ছে না? হাজার কাজের মাঝে পাসওয়ার্ডের মতো একটা সামান্য জিনিস ভুলে যেতেই পারেন তিনি! কিন্তু, সেটাকে বদলে নিতে আর কত সময় লাগে?

তাহলে কি কারও উপর গোপন অভিমানে ইন্সটাগ্রাম করা বন্ধ করে দিয়েছিলেন শাহরুখ?

তাঁর সদ্য ইন্সটাগ্রাম পোস্ট তো সে কথাই বলছে।

সেই পোস্টে দেখা যাচ্ছে, খুব গম্ভীর মেজাজে, মন কেমনের মেঘলা মুখ নিয়ে শাহরুখের একটা ছবি। ছবির উপর দিয়ে লেখা চলে গিয়ে কিছুটা আড়াল করে রেখেছে বলিউডের বাদশাকে। ছবিতে লেখা আছে, কখনই কারও কাছে নিজেকে ব্যাখ্যা করতে যেও না!

এমনকী, দু’ বছর বাদে ফিরে আসার পরেও অভিমান শাহরুখের কাটতেই চাইছে না। ফিরে এসেই ইন্সটাগ্রামে প্রথম যে ছবিটা পোস্ট করেছিলেন তিনি, তাতেও ছিল মন কেমনের সিপিয়া টোন।

দেখা যাক, ধীরে ধীরে শাহরুখের অভিমান কাটে কি না!

ছবি: ইন্সটাগ্রাম।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement