Entertainment News

ইউজার নেম রুক্মিণী, ‘পাসওয়ার্ড’…

রুক্মিণী মৈত্র। ওরফে ‘নিশা’। কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পাসওয়ার্ড’-এ এই লুকেই দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে রুক্মিণীর চরিত্রের নাম ‘নিশা’।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ জুন ২০১৯ ১৩:১২
Share:

রুক্মিণী মৈত্র। ছবি: টুইটার থেকে গৃহীত।

খোলা চুল, চোখে চশমা, পরনে জ্যাকেট। চিনতে পারছেন?

Advertisement

রুক্মিণী মৈত্র। ওরফে ‘নিশা’। কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ছবি ‘পাসওয়ার্ড’-এ এই লুকেই দেখা যাবে অভিনেত্রীকে। এই ছবিতে রুক্মিণীর চরিত্রের নাম ‘নিশা’।

মডেল হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন রুক্মিণী। দেবের সঙ্গে জুটি বেঁধে ‘চ্যাম্প’ দিয়ে তিনি অভিনয়ে ডেবিউ করেন। তার পর এক এক করে ‘ককপিট’, ‘কবীর’, ‘কিডন্যাপ’-এ দেবের সঙ্গেই অনস্ক্রিন তাঁকে দেখেছেন দর্শক। ‘পাসওয়ার্ড’-এও রুক্মিণী দেবের সঙ্গেই স্ক্রিন শেয়ার করেছেন।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

অভিনয়ের কেরিয়ারের প্রথম থেকেই রুক্মিণী তাঁর চরিত্রের গঠনের ওপর জোর দিয়েছিলেন। প্রতিটি ছবিতে যাতে আলাদা আলাদা চরিত্রে দর্শকের সামনে আসতে পারেন, সে চেষ্টাই ছিল তাঁর। ‘পাসওয়ার্ড’-ও ব্যতিক্রম নয়। এ ছবির ‘নিশা’ কেমন, তা নিয়ে এখনই বেশি কিছু বলতে চাইছেন না তিনি। তবে নিঃসন্দেহে এ ধরনের ছবি টলিউড আগে দেখেনি বলে জানিয়েছেন তিনি। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির ফার্স্ট লুক।

আরও পড়ুন, ‘বর্ণপরিচয়’-এ প্রথমবার এক ফ্রেমে যিশু-আবির, দেখুন ট্রেলার

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও। সাবস্ক্রাইব করুন আমাদের YouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement