ধর্মীয় বিষয় নিয়ে কি ছবি করবেন অজয় দেবগন ও রোহিত শেট্টি? ছবি: সংগৃহীত।
মুক্তি পেয়েছে রোহিত শেট্টি পরিচালিত ‘সিংহম আগেন’। রামায়ণের প্রসঙ্গ রয়েছে এই ছবিতে। তবে রামায়ণের প্রসঙ্গ ছবিতে দেখানো মোটেই সহজ ছিল না। বর্তমানে যে কোনও ছবিতেই ধর্মীয় প্রসঙ্গ রাখতে বেগ পেতে হয়। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন রোহিত শেট্টি ও অজয় দেবগন।
রোহিত ও অজয় কি কোনও ধর্মীয় ছবি তৈরি করবেন একসঙ্গে? দু’জনকে এই প্রশ্ন করেন সঞ্চালক। রোহিত জানান, এটি খুবই স্পর্শকাতর বিষয়। তাই এই নিয়ে ছবি করবেন কি না, তা নিয়ে যথেষ্ট ধন্দ রয়েছে তাঁর। পরিচালক বলেন, “ধর্মীয় ছবি করলে কার কী ভাবে খারাপ লেগে যাবে, তা বোঝা মুশকিল।” অজয়ও সম্মতি জানিয়ে বলেন, “অনেক রকমের সমস্যা হয়।” ‘শোলে’ ছবির উদাহরণ টানেন রোহিত। তিনি বলেন, “শোলে ছবিতে একটি দৃশ্য ছিল, যেখানে শিবের মূর্তির পিছনে দাঁড়িয়ে কথা বলছেন ধর্মেন্দ্র। আজকের যুগে এটা করা যেত না।”
‘সিংহম আগেন’ নিয়ে অজয় বলেন, “এই ছবিতে রামায়ণ প্রসঙ্গও সমস্যায় ফেলতে পারত। মানুষের খারাপ লাগতেই পারত। কিন্তু আমরা খুব সৎ উদ্দেশ্য নিয়ে ছবিটা করেছি। তাই মানুষ পছন্দ করেছে এবং বুঝতে পেরেছে। উদ্দেশ্য ভাল থাকলে কোনও সমস্যা হয় না।”
দীপাবলিতে মুক্তি পেয়েছে এই ছবি। ‘সিংহম আগেন’-এ অভিনয় করেছেন অজয় দেবগন, করিনা কপূর খান, অক্ষয় কুমার, দীপিকা পাড়ুকোন, রণবীর সিংহ, টাইগার শ্রফ, অর্জুন কপূর-সহ আরও অনেকে।