Amrita Rao

গাড়ি চালানোর সময় ছেলের নজরদারি, ছবি পোস্ট করলেন অমৃতার স্বামী আনমোল

গাড়ি চড়ে ঘুরতে বেরিয়েছে একরত্তি বীর। মুখ না দেখা গেলেও বোঝা যাচ্ছে, মা অমৃতা রাওয়ের কোলেই শুয়ে আছে সে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ এপ্রিল ২০২১ ২০:৫৪
Share:

অমৃতা এবং আনমোলের সঙ্গে বীর।

গাড়ির স্টিয়ারিং বাবার হাতে, অথচ তাঁকে পাহাড়া দিচ্ছে মাস ছয়েকের ছেলে!

Advertisement

বিশ্বাস হচ্ছে না? আর জে আনমোলের ইনস্টাগ্রামে চোখ রাখলেই বোঝা যাবে পুরো বিষয়টা। দেখা যাচ্ছে গাড়ি চড়ে ঘুরতে বেরিয়েছে একরত্তি বীর। মুখ না দেখা গেলেও বোঝা যাচ্ছে, মা অমৃতা রাওয়ের কোলেই শুয়ে আছে সে। তাঁর সঙ্গে রং মিলিয়েই সাদা টি শার্ট এবং নীল প্যান্ট পরেছে সে। মাথায় উঠেছে মানানসই টুপি। শান্ত চোখে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে। কী দেখছে সে?

আনমোলের কথায়, ‘গাড়ি চালানোর সময় কেউ একজন নজরে রাখছে আমায়। আমাকে কি কেউ বলবেন এখানে বাবাটা আসলে কে?’। ঘুরতে বেরিয়ে ছোট্ট ছেলের নজরদারির এই মুহূর্ত লেন্সবন্দি করে ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন আনমোল। নেটাগরিকরাও ভালবাসা জানিয়েছেন অমৃতা-আনমোলের বীরকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement