পর্দায় প্রসেনজিৎ ও ঋত্বিক

প্রসেনজিৎ বলছিলেন, ‘‘আমার কাস্টিংটা ঋতুই করে গিয়েছিল। বাকি কাস্টিং পরে হয়েছে। ঋত্বিকের সঙ্গে কোনও দিন কাজ করিনি। এটাই প্রথম বার। ও বিরাট মাপের অভিনেতা। সুতরাং আমিও বেশ এক্সাইটেড ওর সঙ্গে কাজ করতে। ৫ ডিসেম্বর থেকে আমরা শুটিং শুরু করছি।’’

Advertisement
শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০১৮ ০০:০০
Share:

ঋত্বিক

কৌশিক গঙ্গোপাধ্যায় আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের ‘জ্যেষ্ঠপুত্র’ নিয়ে বরাবরই একটা কৌতূহল ছিল। ঋতুপর্ণ ঘোষের ভাবনা থেকে জন্ম নেওয়া এই ছবিতে জ্যেষ্ঠ যদি প্রসেনজিৎ নিজে হন, তা হলে কনিষ্ঠ পুত্রটি কে? দু’জনেই এ বার জানালেন, কনিষ্ঠ জনের চরিত্রটি করছেন ঋত্বিক চক্রবর্তী। সুতরাং এ বার প্রসেনজিৎ এবং ঋত্বিককে দেখা যাবে মুখোমুখি। দুই শক্তিশালী অভিনেতাকে এক পর্দায় দেখা গেলে কী হতে পারে, আন্দাজ করাই যায়!

Advertisement

প্রসেনজিৎ বলছিলেন, ‘‘আমার কাস্টিংটা ঋতুই করে গিয়েছিল। বাকি কাস্টিং পরে হয়েছে। ঋত্বিকের সঙ্গে কোনও দিন কাজ করিনি। এটাই প্রথম বার। ও বিরাট মাপের অভিনেতা। সুতরাং আমিও বেশ এক্সাইটেড ওর সঙ্গে কাজ করতে। ৫ ডিসেম্বর থেকে আমরা শুটিং শুরু করছি।’’ কৌশিক জানালেন, বোলপুর এবং সেই সংলগ্ন এলাকায় হবে ‘জ্যেষ্ঠপুত্র’-র শুটিং। এখনই তিনি গল্প বিশদে বলতে চান না, ‘‘এটুকু বলতে পারি, এক জন সেলেব্রিটি যখন নিজের দেশের বাড়িতে যায় তখন সেটা তার নিজের বাড়িই থাকে, নাকি সেটা একটা ফ্যানবেস হয়ে যায়— এ রকম একটা দিক আছে ছবিতে। তার সঙ্গে অবশ্য দুই ভাইয়ের গল্পও বলবে এই ছবি।’’

ঋতুপর্ণ যখন গল্পটা ভেবেছিলেন, তার খসড়ায় নাম দিয়েছিলেন ‘অন্য নায়ক’। কৌশিকই পাল্টে দেন নাম। বললেন, ‘‘ঋতুদার ভাই অর্থাৎ ইন্দ্রনীল ঘোষ আমাকে বলেছিলেন, ভাবনাটাকে নিজের মতো করে সাজিয়ে নিতে। ঋতুদার প্রতি আমার ট্রিবিউটে সেটাই করার চেষ্টা করেছি।’’ ছবির সঙ্গীত করছেন প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় শীর্ষ রায়। ছবির মুক্তি আগামী পয়লা বৈশাখে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement