তিনি ছিলেন এক সময়ের রোম্যান্টিক হিরো। বলিউডের চকোলেট বয়। কিন্তু তিনি নাকি ছিলেন ভুল সময়ের ঠিক মানুষ। তিনি ঋষি কপূর। এ তদিন ইন্ডাস্ট্রিতে কাটানোর পর এই উপলব্ধি স্বয়ং ঋষির।
গত রবিবার টাটা স্টিল কলকাতা লিটারারি মিটে এসে ঋষি বলেন, ‘‘আমি যখন অভিনয় করতে আসি তখন অ্যাকশন ফিল্মের যুগ চলছে। অমিতাভ বচ্চন, বিনোদ খান্নারা ইন্ডাস্ট্রি শাসন করছেন। আবার যখন অবসর নিয়েছিলাম তখন রোম্যান্টিক যুগ।’’ রোম্যান্টিক নায়ক হয়েও অ্যাকশন ফিল্মের যুগে টিকে থাকাটা তাঁরই কৃতিত্ব বলে মনে করেন ঋষি।
আরও পড়ুন, শাহরুখ আমাকে নষ্ট করেছে, বিস্ফোরক দাবি এই নায়িকার
ঋষির মতে, তখন বেশির ভাগ ছবিই হত ধনীর ছেলের সঙ্গে গরিবের মেয়ের প্রেম বা তার উল্টোটা নিয়ে। প্রত্যেক অভিনেতাকেই এমন ছবি করতে হত। কিন্তু তখনকার দর্শক সব কিছু মেনে নিতেন, এখনকার মত প্রশ্ন করতেন না। তবে তাঁর ছেলে রণবীর ভাগ্যবান। কারণ বিভিন্ন ধরনের ছবিতে কাজ করার সুযোগ পাচ্ছেন। রণবীরকে ‘রকস্টার’-এ দেখে নাকি চিনতেই পারেননি তিনি। এ ধরনের ছবি তাঁদের জমানায় হত না বলে আক্ষেপও রয়েছে তাঁর।
আরও পড়ুন, ‘চ্যাম্প’-এর শুটিংয়ের নতুন চমক, ভিডিও শেয়ার করলেন দেব