Rishi Kapoor

আমি ধ্বংস হয়ে গেলাম: অমিতাভ

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০২০ ১২:৫৭
Share:

ঋষির মৃত্যুতে শোকাহত অমিতাভ।

কোন এক অস্থির সময়ের মধ্যে এসে দাঁড়িয়েছে পৃথিবী! গতকাল ইরফান খান, আজ ঋষি কপূর। গলার কাছে জমাট হয়ে আসা কান্না গিলতে গিলতে বলিউড আজ চিৎকার করে বলছে, “এ খবর মিথ্যে”। না, মিথ্যে নয়। মারা গেলেন ঋষি কপূর। মাত্র ৬৭ বছর বয়সে ক্যান্সারের কাছে মাথা নুইয়ে চলে গেলেন না ফেরার দুনিয়ায়।

Advertisement

খবরটা প্রথম প্রকাশ করেছিলেন ঋষির দাদা রণধীর কপূর। জানাজানি হতে বেশি সময় লাগেনি। আঁতকে উঠেছিলেন অমিতাভ বচ্চন। “ও নেই, মারা গেছে! ঋষি মারা গেছে!” টুইটারে এই কয়েকটি শব্দ, আর তাতেই বুঝিয়ে দিয়েছিলেন মনের অবস্থা।

ইরফানের শোক কাটিয়ে ওঠার মরিয়া চেষ্টার মাঝেই এরকম একটা খবর্‌… “আমি ধ্বংস হয়ে গেলাম”, বাক্যহারা বিগ-বি।

Advertisement

দেখুন অমিতাভের টুইট

বছর দু’য়েক আগে একসঙ্গে ‘১০২ নট আউট’-এ কাজ করেছিলেন অমিতাভ-ঋষি। অমিতাভ বাবা, আর তাঁর ছেলের ভূমিকায় ঋষি কপূর। ‘দত্তাত্রেয়’কে ছেড়ে ‘বাবুলাল’ আজ পাড়ি দিলেন অন্য দুনিয়ায়। যে খানে ‘মকবুল’ অপেক্ষা করে রয়েছেন তাঁর জন্য।

আরও পড়ুন- প্রয়াত ঋষি কপূর, বলিউডে শোকের ছায়া

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement