রিচা চাড্ডা।
নিজের মতামতকে সমাজ মাধ্যমে তুলে ধরতে কখনওই পিছুপা হন না অভিনেত্রী রিচা চাড্ডা। সোজা কথা সোজা ভাবে বলে দেওয়াতেই বিশ্বাসী অভিনেত্রী। কিন্তু তা করতে গিয়ে অনেক সময়ই অনলাইন ট্রোলিংয়ের শিকার হয়েছেন অভিনেত্রী। এমনকি তাঁর নতুন ছবি ‘ম্যাডাম চিফ মিনিস্টার’-এর জন্যও নেটাগরিকদের একাংশের ট্রোলের মুখে পড়েছেন অভিনেত্রী। সম্প্রতি সর্ব ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ট্রোলিংয়ের বিষয়ে মুখ খুলেছেন তিনি।
রিচা বলেন, “আমাকে গালাগালি দিয়ে যদি কারও সংসার চলে, তা হলে আমার তাতে আপত্তি নেই। কয়েকটা অ্যাকাউন্টকে লক্ষ্য করলেই বোঝা যায়, সেগুলি ভুয়ো। কোনও ফলোয়ার থাকে না, নাম থাকে না, শহরের উল্লেখ বা ঠিকানা থাকে না। যেমন ধরুন- 'প্যায়ারি পিঙ্কি ১২৩৪৫"। এদের কেন গুরুত্ব দেব আমি? আমি এদের দিকে তাকাইও না।”
সম্প্রতি রিচা অভিনয় করেছেন ‘লাহোর কনফিডেনশিয়ল’ ছবিতে। পরিচালক কুণাল কোহালির ৬৯ মিনিটের এই ছবিতে রিচাকে একজন ভারতীয় এজেন্টের চরিত্রে দেখা গিয়েছে, যাকে সন্ত্রাসবাদীদের অর্থ প্রদানকারীদের পিছু নিতে পাকিস্তানে পাঠানো হবে।