Ananya Pandey

চকোলেট খেতে ব্যস্ত এই ছোট্ট মেয়েটা আজকের বলি নায়িকা, চিনতে পারছেন এঁকে?

বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতার জ্যেষ্ঠ কন্যা ইনি। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২১ ১৮:২৮
Share:
অনন্যা পাণ্ডে।

অনন্যা পাণ্ডে।

দুটো ঝুটি বেঁধে মনের সুখে চকোলেট খেতে ব্যস্ত থাকা এই বাচ্চা মেয়েটিকে চিনতে পারছেন?

Advertisement

আচ্ছা, বিষয়টা আরেকটু সহজ করে দেওয়া যাক আপনার জন্য।

প্রথম হিন্ট: বলিউডের বিখ্যাত কৌতুক অভিনেতার জ্যেষ্ঠ কন্যা ইনি।

Advertisement

দ্বিতীয় হিন্ট: ২০১৯ সালে কর্ণ জোহরের ধর্ম প্রোডাকশনসের ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ।

তৃতীয় হিন্ট: গত বছর অর্থাৎ ২০২০-তে অভিনেত্রীর মায়েরও নেটফ্লিক্সের একটি সিরিজের মাধ্যমে অভিনয়ে হাতেখড়ি হয়েছে।

চতুর্থ হিন্ট: বলিউডে পা রাখার পর থেকেই ছবির থেকে বেশি ট্রোলিংয়ের জন্য চর্চায় থেকেছেন ইনি।

পঞ্চম হিন্ট: সম্প্রতি এক তারকা-সন্তানের সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে এই অভিনেত্রীর।

অনন্যার ইনস্টাগ্রাম স্টোরি।

অনন্যার ইনস্টাগ্রাম স্টোরি।

এতক্ষণে নিশ্চয়ই স্পষ্ট হয়ে গিয়েছে, চকোলেট প্রেমী ছোট্ট এই মেয়ে অনন্যা পাণ্ডে। মঙ্গলবার, চকোলেট দিবসে নিজের ‘থ্রো ব্যাক’ ছবিটি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন অনন্যা। কিন্তু এ কী! দেখা যাচ্ছে! চকলেটের র‍্যাপার না খুলেই তাতে কামড় বসাচ্ছিলেন অভিনেত্রী। তাই অনুরাগীদের চকোলেট পাওয়ার আনন্দে তাঁর মতো কাণ্ড না করে বসার নির্দেশ দিয়েছেন অভিনেত্রী। লিখেছেন, ‘হ্যাপি চকোলেট ডে (দয়া করে খাওয়ার আগে র‍্যাপিংটা খুলে নেবেন। দেখেই বুঝতে পারছেন আমি সেই সময় খুবই উত্তেজিত এবং অধৈর্য হয়ে পড়েছিলাম।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement