Rhea Chakraborty

Rhea Chakraborty: নতুন অধ্যায় শুরু রিয়ার, নিজেই সুখবর জানালেন বঙ্গতনয়া

একের পর এক ধাক্কা সামলে স্বাভাবিক ছন্দে ফিরেছেন বঙ্গতনয়া। বলা যায়, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ ১৬:৪৮
Share:

ছন্দে ফিরছেন রিয়া।

ঝড় বয়ে গিয়েছে তাঁর জীবনে। প্রেমিক সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে ১৮০ ডিগ্রি ঘুরে যায় রিয়া চক্রবর্তীর জীবন। নিন্দা-কটাক্ষ, এমনকি হাজতবাস— একের পর এক ধাক্কা সামলে স্বাভাবিক ছন্দে ফিরেছেন বঙ্গতনয়া। ব্যক্তি জীবনের সঙ্গেই এ বার গুছিয়ে নিচ্ছেন পেশাগত দিক।

দু’বছর পর কাজে ফিরেছেন রিয়া। বলা যায়, জীবনের নতুন অধ্যায় শুরু করলেন তিনি। অনুরাগীদের নিজেই জানিয়েছেন সে কথা। লিখেছেন, ‘গতকাল দু’বছর পর কাজে ফিরলাম। যাঁরা আমার পাশে ছিলেন, তাঁদের সকলকে অনেক ধন্যবাদ। জীবনের যাই ঘটুক, সূর্য সব সময় উজ্জ্বলই থাকবে। কখনও হার মানবেন না।’

Advertisement

এই লেখার সঙ্গে একটি ভিডিয়ো জুড়ে দিয়েছেন রিয়া। একটি নামী রেডিয়ো স্টেশনের স্টুডিয়োয় দেখা যাচ্ছে তাঁকে। তাঁর হাতে রয়েছে একাধিক কাগজ। সম্ভবত সেগুলি থেকেই সংলাপ পড়ে রেকর্ডিং করছেন তিনি। রিয়াকে পুরনো ছন্দে দেখে আপ্লুত তাঁর কাছের মানুষরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement