Rhea Chakraborty

ভাইকে নিয়ে মুম্বইয়ের শহরতলিতে কেন ঘুরছেন রিয়া চক্রবর্তী!

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় জামিন পাওয়ার পর এই প্রথম একসঙ্গে দেখা গেল দুই ভাই বোনকে। গত অক্টোবরে রিয়া ও ডিসেম্বরে বলিউড মাদক মামলায় জামিন পান দু’জনে। তার এক মাসের মধ্যেই বাড়ির খোঁজে দেখা গেল দু’জনকে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৩ জানুয়ারি ২০২১ ১৭:১২
Share:

রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই সৌভিক। ছবি —ইনস্টাগ্রাম

একের পর এক বাড়িতে ঢুকছেন, কিছুক্ষণ থেকে আবার বেরিয়ে আসছেন। মুখ গম্ভীর। চোখ নির্বিকার। সাজপোশাকেও আড়ম্বর নেই তেমন। শুধু গোলাপি রঙের সোয়েট শার্টে লেখা তিনটে শব্দ ‘লাভ ইজ পাওয়ার’—ভালবাসাই শক্তি।

Advertisement

মুম্বইয়ের শহরতলিতে এ ভাবেই বাড়ি খুঁজছেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী।সঙ্গী ভাই সৌভিক।

সুশান্ত সিংহ রাজপুত মৃত্যু মামলায় জামিন পাওয়ার পর এই প্রথম একসঙ্গে দেখা গেল দুই ভাই বোনকে। গত অক্টোবরে রিয়া ও ডিসেম্বরে বলিউড মাদক মামলায় জামিন পান দু’জনে। তার এক মাসের মধ্যেই বাড়ির খোঁজে দেখা গেল দু’জনকে।

Advertisement

এতদিন সান্তাক্রুজের প্রাইমরোজ বিল্ডিংয়ের একটি বাড়িতে থাকছিলেন রিয়া ও তাঁর পরিবার। দু’দিন আগে রিয়ার বাবা-মাকেও মুম্বইয়ের শহরতলিতে দেখা গিয়েছিল একই ভাবে বাড়ি খুঁজতে। রবিবার সকালে রিয়া আর সৌভিকের বাড়ি খোঁজার ভিডিয়ো ভাইরাল হতে সমাজ মাধ্যমে প্রশ্ন উঠেছে, ‘কেন ওর নিজের বাড়ির কী হল’! কেউ আবার জানতে চেয়েছেন ‘এর মধ্যেই বাইরে মুখ দেখানোর সাহস জুটিয়ে ফেলল দু’জনে’!

View this post on Instagram

A post shared by Shudh Manoranjan (@shudhmanoranjan)

আগের বাড়ির কাছাকাছি এলাকাতেই বাড়ি খুঁজছিলেন রিয়া আর সৌভিক। তাঁদের দেখে ঘিরে ধরেন ছবি শিকারিরা।যদিও তাঁদের ধর্তব্যের মধ্যেই আনেননি রিয়া-সৌভিক। নির্বিকার ভাবে বাড়ি দেখে উঠে পড়েছেন গাড়িতে।

প্রসঙ্গত দিন কয়েক আগেই রিয়ার এরকম নির্বিকার ভাব ও উদাসীনতা নিয়ে মুখ খুলেছিলেন পরিচালক রুমি জাফরি। সাংবাদিকদের তিনি জানিয়েছিলেন, রিয়া নিজেকে সবকিছু থেকে আলাদা করে নিয়েছে। একেবারে চুপচাপ হয়ে গিয়েছে ও। বেশি কথা বলে না আজকাল। তবে রিয়াকে দোষ দেওয়াও যায় না। গত বছরটায় রীতিমতো ঝড় বয়ে গিয়েছে ওঁর ওপর দিয়ে। সেই ঝড়ঝাপটার ক্ষয়ক্ষতি সামলে আবার উঠে দাঁড়াতে ওর সময় লাগবে। আমার বিশ্বাস তার পর রিয়ার নিশ্চয়ই অনেক কিছু বলার থাকবে।

অবশ্য রিয়ার যা বলার তিনি বলেছেন ওই টি-শার্টের বার্তাতেই। ‘ভালবাসাই শক্তি’ স্লোগানে সুশান্ত মামলা নিয়ে তাঁর অবস্থানে যে কোনও নড়চড় হয়নি সেটাই বুঝিয়ে দিয়েছেন রিয়া।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement