Rhea Chakraborty

মধ্যরাতে সলমন-ঘনিষ্ঠের বাড়ি থেকে বেরোলেন রিয়া, নেটপাড়ায় কটাক্ষ, ‘নতুন বলির পাঁঠা’

সুশান্ত সিংহ রাজপুত এখন অতীত। সলমন ঘনিষ্ঠের বাড়িতে যাতায়াত বেড়েছে রিয়ার। সম্প্রতি বেশি রাতে তাঁর বাড়িতেই দেখা গেল রিয়াকে। কে তিনি?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৩ ১৭:০৬
Share:

নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী? ছবি: সংগৃহীত।

সুশান্ত সিংহ রাজপুত প্রয়াত, তা-ও আড়াই বছর হল। সুশান্তের আকস্মিক প্রয়াণে অভিযোগের আঙুল উঠেছিল তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর দিকে। দুঃসময়ের মধ্যে ঠেলে দিয়ে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছিলেন তিনি, এমনই দাবি করেছিল সুশান্তের পরিবার। একই মত অভিনেতার অনুরাগীদেরও। এই ঘটনায় হাজতবাস পর্যন্ত করতে হয় রিয়াকে। তবে ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরেছেন রিয়া। শোনা যাচ্ছে, নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী। সীমা সাজদেহের ভাই বান্টি সাজদেহের প্রেমে পড়েছেন তিনি।

Advertisement

এ বার বান্টির বাড়িতে থেকে বেরোতে দেখা গেল রিয়াকে। গোটা ঘটনা লেন্সবন্দি হল আলোকচিত্রীদের ক্যামেরায়। ছবি: সংগৃহীত।

বলিউডের অন্দরে বেশ প্রভাব রয়েছে সোহেল খানের প্রাক্তন শ্যালক বান্টির। এ বার বান্টির বাড়িতে থেকে বেরোতে দেখা গেল রিয়াকে। তাও বেশ রাতের দিকে। একই গাড়িতে উঠলেন তাঁরা। গোটা ঘটনা লেন্সবন্দি হল আলোকচিত্রীদের ক্যামেরায়। নিমেষে ছড়িয়ে পড়ে সেই ভিডিয়ো নেটাপাড়ায়। নেটাগরিকদের একাংশ কটাক্ষ করতে ছাড়েননি রিয়াকে। কারও মতে ‘‘নতুন বলির পাঁঠা পেয়েছেন রিয়া।’’ কেউ বলেছে, ‘‘এই মেয়ে একেবারে নির্লজ্জ।’’

বিনোদন এবং ক্রীড়া নিয়ে ব্যবস্থাপনার কাজ করেন তিনি। আগে সোনাক্ষী সিন্‌হার সঙ্গে নাম জড়িয়েছিল বান্টির। এখন সেই বান্টিতেই মজেছেন রিয়া। সুশান্তের মৃত্যুর পর সবার রাগ যখন গিয়ে পড়েছিল রিয়ার উপর, বান্টিই নাকি সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই বন্ধুত্বই কি আরও অনেক দূর গড়াল? উত্তরটা সময়ই বলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement