Cinema Hall

cinema hall: আশা আশঙ্কার দোলাচলে

দর্শক সমাগম বাড়াতে চাইলে বড় মাপের হিন্দি ছবি ছাড়া যে গতি নেই, তা মানছেন সকলেই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ৩১ জুলাই ২০২১ ০৮:৩৮
Share:

রাজ।

অন্যান্য রাজ্যে আগেই সিনেমা হল খুলেছিল। বৃহস্পতিবার রাজ্য সরকার নির্দেশিকা জারি করে এখানেও প্রেক্ষাগৃহ খোলার নির্দেশ দিয়েছে, দর্শকসংখ্যা ৫০ শতাংশের ভিত্তিতে। তিন মাসের উপরে বন্ধ হয়ে থাকা হলগুলি কি এখনই খোলা সম্ভব? বা প্রযোজকেরা ঝুঁকি নিয়ে ছবি রিলি‌জ় করবেন? এই মুহূর্তে দর্শক সমাগমের সম্ভাবনা যে কম, তা অজানা নয়। তবে আশার কথা এটাই যে, অক্ষয়কুমারের মতো তারকা এই পরিস্থিতিতে তাঁর ছবি ‘বেল বটম’ রিলিজ় করছেন। হল মালিক শতদীপ সাহার কথায়, ‘‘দর্শক আসতে সময় লাগবে জানি, কিন্তু তা শুরু করতে হবে।’’

Advertisement

রাজ্য সরকারের প্রথম দফার নির্দেশিকায় সিনেমা হল খোলার প্রসঙ্গ ছিল না। পরে ফের সার্কুলার জারি করে অনুমতি দেওয়া হয়। সিনেমা হল খোলা নিয়ে নানা মহল থেকে বলা হচ্ছিল, ‘‘টলিউড থেকে এত সাংসদ-বিধায়ক নির্বাচিত হয়েছেন। তাঁরা কেন আওয়াজ তুলছেন না?’’ এই বক্তব্যে আপত্তি রয়েছে রাজ চক্রবর্তীর, ‘‘আমি ব্যক্তিগত ভাবে অনেক বার হল মালিকদের দাবি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দিয়েছি। কোভিড পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারি কমিটি আছে, তারা যেটা ভাল মনে করবে সেটাই হবে। সাংসদ-বিধায়কেরা মুখ খুলে কী হবে? এখানে রাজনৈতিক রং চড়ানোর প্রবণতা স্পষ্ট, কিন্তু এগুলো নিয়ে তর্ক বাড়াতে চাই না।’’

Advertisement

অক্ষয়।

অক্ষয় জানিয়েছেন, ১৯ অগস্ট ‘বেল বটম’ রিলিজ় করবে। কিন্তু তার আগে হল মালিকেরা কোন ছবি দেখাবেন? যদিও প্রেক্ষাগৃহ খুলতে সময় লাগবে। আগামী মাসের ৫-৬ তারিখ নাগাদ মাল্টিপ্লেক্স চেনগুলি হল খুলবে। ৫ অগস্ট মুক্তি পাচ্ছে হলিউড ছবি ‘দ্য সুইসাইড স্কোয়াড’, সেটি দিয়েই হলের পর্দা উঠবে বলে মনে করা হচ্ছে। ১৫ অগস্টের ছুটিতে ছবি মুক্তির হিড়িক পড়ে যেত আগে। এ বার সে সম্ভাবনা নেই। এসভিএফ-এর পরিকল্পনা ছিল, বিরসা দাশগুপ্তর ছবি ‘মুখোশ’ রিলিজ় করার, কিন্তু অগস্টেই সেই ছবি আসবে কি না, তা চূড়ান্ত নয়। এখনই ছবি রিলিজ়ের পরিকল্পনা নেই সুরিন্দর ফিল্মসেরও। রাজ চক্রবর্তী চেয়েছিলেন, স্বাধীনতা দিবসের ছুটিতে ‘ধর্মযুদ্ধ’ রিলিজ় করতে। কিন্তু এত দ্রুত তাঁর পক্ষে রিলিজ়ের পরিকল্পনা করা সম্ভব নয়। এখনই হল খোলার বিষয়টি নিশ্চিত করতে পারছেন না প্রিয়ার কর্ণধার অরিজিৎ দত্ত। রূপমন্দিরের মালিক শান্তনু রায়চৌধুরী জানালেন, তিনি হল খোলার ব্যবস্থা করছেন। নবীনার মালিক নবীন চৌখানির মতে, ‘‘ভাল কনটেন্ট পেলে আমি হল খুলে দেব।’’ দর্শক সমাগম বাড়াতে চাইলে বড় মাপের হিন্দি ছবি ছাড়া যে গতি নেই, তা মানছেন সকলেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement