নির্বাচনের জন্য পিছিয়ে যেতে পারে তিনটে বড় ছবির মুক্তি

‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘এখনও আলোচনার স্তরেই রয়েছি।

Advertisement
শেষ আপডেট: ২১ মার্চ ২০১৯ ০০:০৫
Share:

নির্বাচনের জন্য একাধিক ছবির মুক্তি পিছিয়ে যেতে পারে।

কলকাতার তিনটি বড় প্রযোজনা সংস্থার তিনখানা বিগ বাজেট ছবির মুক্তি নিয়ে জল্পনা তুঙ্গে। বাংলায় লোকসভা নির্বাচন শুরু হয়ে যাওয়ায় পিছিয়ে যেতে পারে তাদের মুক্তি। তার মধ্যে রয়েছে উইন্ডোজ়ের ‘কণ্ঠ’, ভেঙ্কটেশের ‘দুর্গেশগড়ের গুপ্তধন’ এবং সুরিন্দরের ‘জ্যেষ্ঠপুত্র’। যদিও সকলেই বলছেন, সম্ভাব্য মুক্তির তারিখ ধরেই এগোচ্ছেন তাঁরা।

Advertisement

‘দুর্গেশগড়ের গুপ্তধন’-এর পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় বললেন, ‘‘এখনও আলোচনার স্তরেই রয়েছি। ১০ মে ছবিটা রিলিজ় করার প্ল্যান ছিল প্রথমে। সেই শিডিউল মেনেই ছবি শেষ করার কাজ চালাচ্ছি। ডাবিংয়ের কাজ চলছে। তবে অনিশ্চয়তা একটা রয়েছেই।’’ উইন্ডোজ়ের তরফে জানানো হয়েছে, ‘কণ্ঠ’র মুক্তি নিয়েও দোলাচলে রয়েছে সংস্থা। ছবির মুক্তি এগোলে ‘জ্যেষ্ঠপুত্র’র সঙ্গে বিরোধের সম্ভাবনা প্রবল। কারণ ২৬ এপ্রিল কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবিটি মুক্তি পাওয়ার কথা। সে ক্ষেত্রে ‘কণ্ঠ’র মুক্তি পিছোনোর সম্ভাবনাই প্রবল।

সুরিন্দর কিছুটা চিন্তামুক্ত। কারণ ‘জ্যেষ্ঠপুত্র’র মুক্তি ভোটের আগেই হয়ে যাচ্ছে। তবে ছবি হলে থাকতে থাকতেই নির্বাচন শুরু হয়ে যাবে বলে ব্যবসা সংক্রান্ত আশঙ্কা থেকেই যাচ্ছে। আগে ছবির মুক্তি ঠিক হয়েছিল পয়লা বৈশাখে। কিন্তু চূর্ণী গঙ্গোপাধ্যায়ের ‘তারিখ’ মুক্তি পাচ্ছে বলে একটু পিছিয়েছে সেই ছবি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement