প্রেমের ফাঁদে না কি প্রচারের?

ইমতিয়াজ়ের ছবির শুটিং শেষ হওয়ার কিছু দিন পর পর্যন্তও কার্তিক-সারাকে নানা জায়গায় দেখা যাচ্ছিল। হঠাৎ করেই এন্ট্রি নিলেন অনন্যা। রটে গেল সারা-কার্তিকের ব্রেকআপ হয়ে গিয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৫ নভেম্বর ২০১৯ ০০:০১
Share:

কার্তিক-সারা

মাসখানেক আগেই সারা আলি খান সোশ্যাল মিডিয়ায় কার্তিক আরিয়ানকে নিয়ে অন্তরঙ্গ বার্তা প্রকাশ করেছিলেন। সর্বত্রই তাঁদের একসঙ্গে দেখা যেত। সে সময়ে তাঁরা দু’জনেই ইমতিয়াজ় আলির ছবির শুটিং করছিলেন। বলিউডে জোর গুঞ্জন ছিল, সারা-কার্তিক প্রেম করছেন। এ দিকে অনন্যা পাণ্ডের সঙ্গে কার্তিকের আগামী ছবি মুক্তি পেতে চলেছে। ফলে অনন্যা-কার্তিক এখন নিজেদের অন্তরঙ্গতার প্রমাণ দিচ্ছেন। এখন প্রশ্ন, প্রেম না কি প্রচার, কোনটার পাল্লা ভারী?

Advertisement

ইমতিয়াজ়ের ছবির শুটিং শেষ হওয়ার কিছু দিন পর পর্যন্তও কার্তিক-সারাকে নানা জায়গায় দেখা যাচ্ছিল। হঠাৎ করেই এন্ট্রি নিলেন অনন্যা। রটে গেল সারা-কার্তিকের ব্রেকআপ হয়ে গিয়েছে। মুম্বইয়ের সর্বত্র এখন অনন্যা-কার্তিক একসঙ্গে। এ দিকে সারা একা বেড়াতে যাওয়ার ছবি পোস্ট করছেন। ইতিমধ্যেই ইন্ডাস্ট্রিতে কার্তিকের ক্যাসানোভা ইমেজ তৈরি হয়েছে। জাহ্নবী কপূরের সঙ্গে ‘দোস্তানা টু’ করছেন। ফলে শ্রীদেবী তনয়ার সঙ্গেও তাঁকে হ্যাংআউট করতে দেখা যাচ্ছে।

ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনও কিছুই চিরস্থায়ী নয়। স্বার্থের খাতিরে সম্পর্ক বদলে যায়। প্রচারের স্বার্থে প্রেম দর্শাতে হয়। অনন্যা-কার্তিকের এই প্রেমও কি ‘পতি পত্নী অওর উয়ো’ মুক্তি পেলেই ভেঙে যাবে?

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement