রেখা। —ফাইল চিত্র।
রেখাকে নিয়ে চর্চার শেষ নেই। সত্তর দশকের এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ইদানীং আরও বেশি জল্পনা শুরু হয়েছে। তিনি নাকি দীর্ঘ দিন ধরে তাঁর সহকারী ফরজ়ানার সঙ্গে একত্রবাস করছেন। এই তথ্য প্রকাশ্যে আসার পর এই প্রথম রেখা এবং ফরজ়ানাকে একসঙ্গে দেখা গেল।
রেখাকে নিয়ে চর্চার শেষ নেই। সত্তর দশকের এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ইদানীং আরও বেশি জল্পনা শুরু হয়েছে। তিনি নাকি দীর্ঘ দিন ধরে তাঁর সহকারী ফরজ়ানার সঙ্গে একত্রবাস করছেন। এই তথ্য প্রকাশ্যে আসার পর এই প্রথম রেখা এবং ফরজ়ানাকে একসঙ্গে দেখা গেল।
রেখার জীবনে নাকি পুরুষের ভূমিকা পালন করেন ফরজ়ানাই। লেখক ইয়াসের উসমানের লেখা ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইটিতে এমনই তথ্য উঠে এসেছে। যা পড়ে ইন্ডাস্ট্রির অন্দরে হইহই কাণ্ড। যদিও এই তথ্য পুরোটাই ভুয়ো বলে দাবি লেখকের। তাঁর দাবি সবটাই রঙ চড়িয়ে লেখা হচ্ছে সংবাদমাধ্যমে।
২০১৬ সালে প্রকাশিত হয় রেখার এই জীবনী। লেখকের দাবি ঘিরে ঝড় ওঠে সমাজমাধ্যমে। পরিস্থিতি সামলাতে মুখ খুলতে হয়েছিল উসমানকে। সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘‘আমার ‘রেখা: দ্য আনটোল্ড স্টোরি’ বইয়ে লেখা আছে বলে যে উদ্ধৃতিগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলি সম্পূর্ণ মিথ্যে। প্রচার বাড়ানোর জন্য এই পন্থা অবলম্বন করা হচ্ছে।’’ এরই সঙ্গে অভিনেত্রীর জীবনীকার লিখেছিলেন, ‘‘আমি হলফ করে বলতে পারি, আমার বইয়ে এমন কথার উল্লেখ পর্যন্ত নেই। ‘একত্রবাস’ বা ‘যৌন সম্পর্ক’-এর মতো শব্দবন্ধের উল্লেখ আমি পাণ্ডুলিপিতে পর্যন্ত করিনি।’’ তাঁর লেখা বইয়ের নামে এই মিথ্যা প্রচার বন্ধ না করলে আইনি পদক্ষেপ করারও হুঁশিয়ারি দিয়েছেন উসমান।