এসেছে ফিরিয়া...

সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ পরিচালনা করবেন এই ছবি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০১৯ ০০:০১
Share:

অভিষেক-শাহরুখ

ফিরছে বব বিশ্বাস! এ বার শুধু চরিত্র নয়, আস্ত ছবি হিসেবে। ‘কহানি’র স্পিন-অফ ছবি হিসেবে ‘বব বিশ্বাস’ আসতে চলেছে, যে ছবিতে নামভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চনকে। সুজয় ঘোষের কন্যা দিয়া অন্নপূর্ণা ঘোষ পরিচালনা করবেন এই ছবি। প্রজেক্টের সহ-প্রযোজক রেড চিলিজ় এনটারটেনমেন্ট। শাহরুখ খান এ দিন টুইটারে অভিষেকের সঙ্গে নিজের ছবি দিয়ে ঘোষণা করেছেন ছবির খবরটি। সুজয় ঘোষ পরিচালিত মূল ছবিতে বব বিশ্বাসের চরিত্রে শাশ্বত চট্টোপাধ্যায় ভয় ধরিয়েছিলেন দর্শকমনে। সেই চরিত্রটিকে ঘিরেই ঘুরবে স্পিন-অফের কাহিনি। এ বার অভিষেক বচ্চন বব বিশ্বাস হিসেবে কতটা বিশ্বাসযোগ্য হয়ে ওঠেন, তার অপেক্ষায় থাকবেন দর্শক। তবে গত দুই ছবির মতো এ বারও বিদ্যা বালন থাকবেন কি না, তা এখনই জানা যাচ্ছে না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement