রবি
মাথার উপরে গনগনে আঁচ। উত্তাপের পারদ চড়ছেই। তারই মধ্যে যদি আরবসাগরের পার থেকে জাতীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ এ শহরে পা রাখেন, উত্তাপ বাড়বে বইকী। কথা হচ্ছিল রবি দুবের। টেলিভিশনের পরিচিত মুখ রবি এসেছিলেন কলকাতায়। সাদা কুর্তা, কালো সুতির জ্যাকেট, জিনস আর স্নিকার্সে অন্য দিনের তুলনায় একটু বেশিই নজর কাড়ছিলেন। বিমানবন্দর থেকে হোটেলে ঢুকে, বিশ্রাম না নিয়েই আরামকেদারায় জাঁকিয়ে বসলেন আড্ডা দিতে।
‘সবসে স্মার্ট কৌন’ নামের একটি রিয়্যালিটি শোয়ের উপস্থাপনা করবেন রবি। স্মার্ট মানুষ খোঁজার শোয়ের সঞ্চালক নিজে কতটা স্মার্ট? হেসে ফেললেন, ‘‘বলা কঠিন। তবে এতটা স্মার্ট নিশ্চয়ই যাতে আমি শোয়ের প্রতিযোগী নই, কিন্তু সঞ্চালনা করতে পারি।’’ ‘সাস বিনা সসুরাল’, ‘জামাই রাজা’র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন রবি। একাধিক শো-ও সঞ্চালনা করেছেন। কিন্তু ‘কঠিন’ শব্দটা নিয়ে খুব বেশি মাথা ঘামাতে রাজি নন তিনি। তাই অভিনয় ও সঞ্চালনা— কঠিনতর বেছে নেওয়ার চাইতে দুটোকেই সমান গুরুত্ব দিতে পছন্দ করেন তিনি। ‘‘দুটোতেই তো পারফর্ম করতে হয়। ধরনটা আলাদা। কিন্তু এক্সাইটিং অবশ্যই, যাতে কাজটা করাকালীন অনেক বেশি করে জড়িয়ে পড়তে পারি।’’
সঞ্চালনা তাঁর অন্যতম পছন্দ। বললেন, ‘‘প্রত্যেকটা শোয়ে নানা এপিসোডে কত ধরনের মানুষের সঙ্গে দেখা হয়। ফলে তাঁদের সঙ্গে যে কানেকশনটা গড়ে ওঠে, সেটা অর্গ্যানিক।’’ জীবনকে উপভোগ করায় বিশ্বাসী রবির কাছে সঞ্চালনার সেরা মুহূর্ত আলাদা করে কিছু নেই। ‘‘সে ভাবে দেখতে গেলে তো জীবনের প্রতিটা মুহূর্তই স্পেশ্যাল। কোনও একটা বিশেষ এপিসোডে যা হল, তাতে হয়তো সকলেরই জীবনের মোড় ঘুরে গেল। আবার যে ভাবে আমরা বাঁচছি, কোনও মুহূর্তের পর তো সেই বাঁচার ধরন, ভাবনা— বদলে যেতে পারে,’’ তাঁর গলায় দার্শনিকতার ছোঁয়া স্পষ্ট।
‘সবসে স্মার্ট কৌন’-এর একটি প্রোমোয় রবিকে দেখা যাচ্ছে আলাউদ্দিন খলজি রূপে। ঠিক যেমন ‘পদ্মাবত’-এ রণবীর সিংহ করেছিলেন। তার পর থেকেই রণবীরের সঙ্গে রবির তুলনায় সরব দর্শক। ‘‘একটা প্রোমো দেখানোর জন্যও যে ভাবে গল্প বোনা হয়েছে, সেটা অন্য রকম। রণবীর সিংহ অনন্যসাধারণ অভিনেতা। ওঁর অভিনীত সমস্ত চরিত্রেই সেটা ফুটে ওঠে। যদি দর্শক আমার এই প্রোমো দেখে বলে থাকেন যে, আমি সাধারণের বাইরে বেরিয়ে কিছু করার চেষ্টা করছি, সেটাই আমার সেরা প্রাপ্তি। এটা আমাকে আসলে আরও বেশি করে উৎসাহ দিচ্ছে,’’ স্পষ্ট জবাব অভিনেতার।
তবে রবি টিভিতেই খুশি। ‘‘এখান থেকে অনেক ভালবাসা, সম্মান পাই। শুধু ছবি করার সুযোগ পাচ্ছি বলেই কোনও কাজ করব, এটা বিশ্বাস করি না। তাই যদি এমন চরিত্র পাই, যেটায় সম্মান পাব, তা হলেই করব। কিন্তু তার আগে ও পরে আমি টিভিতেই থাকতে চাই।’’
‘বিগ বস’-এ হিনা খান কথা প্রসঙ্গে এক বার ঋত্বিক ধনজানি ও কর্ণ ওয়াহির সম্পর্কে খারাপ কথা বলেন। ঋত্বিক-কর্ণর বন্ধু রবি ঘটনার প্রতিবাদ করেছিলেন। এখনও কি হিনার সঙ্গে যোগাযোগ আছে? ‘‘হ্যাঁ, অবশ্যই। আমি ‘বিগ বস’-এর বাড়িতে থাকিনি। তবে এটা বলতে পারি, এই শো চিত্রনাট্য-নির্ভর নয়। দুটো মানুষের রোজকার জীবনের কথোপকথন স্ক্রিপ্টেড হতে পারে না। কেউ কাউকে বিরক্ত করছে, অন্য কেউ প্রত্যুত্তর দিচ্ছে— এগুলো বানানো হতে পারে না।’’ বিয়ে করেছেন সহ-অভিনেত্রী সরগুন মেহতাকে। ফ্যামিলি প্ল্যানিং নিয়ে কথা উঠতেই লজ্জায় লাল হয়ে বললেন, ‘‘এখনই কিছু ভাবছি না।’’
আড্ডাশেষে রবি জানালেন, ‘‘আমার কেরিয়ারের প্রথম বিজ্ঞাপনের শুটিং কলকাতাতেই হয়েছিল। তাই কলকাতা স্পেশ্যাল তো বটেই। তবে এই শহরটাকে ভালবাসার কারণ হল মানুষের উষ্ণতা। সেটাই কলকাতাকে আরও উষ্ণ করে তুলেছে।’’