Raveena tandon

'সাডা কুত্তা কুত্তা' গানে নেট মাতাচ্ছেন রবীনা টন্ডন ও তাঁর মেয়ে

লাল টপ নীল শর্ট ডেনিমে যমজ লাগছে মা ও মেয়েকে। ব্যাকগ্রাউন্ডে সম্প্রতি জনপ্রিয় হওয়া র‍্যাপ গান ‘সাডা কুত্তা কুত্তা!’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২০ ২০:৩৪
Share:

রবীনা টন্ডন ও তাঁর মেয়ে রাশা।

‘তোর কুকুরটা টমি। আমার কুকুরটা কুকুর!’ এই দু'টি লাইন মাতিয়ে দিচ্ছে গোটা নেটদুনিয়াকে। এ বারে মাঠে নামলেন অভিনেত্রী রবীনা টন্ডন ও তাঁর মেয়ে রাশা।

Advertisement

লাল টপ নীল শর্ট ডেনিমে যমজ লাগছে মা ও মেয়েকে। ব্যাকগ্রাউন্ডে সম্প্রতি জনপ্রিয় হওয়া র‍্যাপ গান ‘সাডা কুত্তা কুত্তা!’ বাজিয়ে নাচ করলেন রবীনা-রাশা। সঙ্গে আবার পোষ্যদের ক্যামিও রয়েছে। দু'টি কুকুরছানা। একটি বিড়াল।

পোস্ট হওয়ার ২১ ঘণ্টার মধ্যে দেড় লক্ষ ছাড়িয়ে গেল ভিডিয়োটির লাইক সংখ্যা। আর কমেন্ট বক্স ভরল পাঁচ হাজার কমেন্টে। ক্যাপশনে লেখা, ‘দারুণ লেগেছে যশরাজ মুখাটে ও শেহনাজ গিল! তোমরা দুজনেই অপূর্ব। এর আগে ঢোল শুনে এতটা নাচতে ইচ্ছে করেনি কোনও দিন’।

Advertisement

A post shared by Raveena Tandon (@officialraveenatandon)

এই র‍্যাপ গানের প্রেক্ষাপট সম্পর্কে বলতে হলে বিগ বসের কথা উল্লেখ করা দরকার। বিগ বসের ১৩ নম্বর সিজনে প্রতিযোগী শেহনাজ গিল ঝগড়া করতে করতে বলেছিলেন, ‘কী করব আমি? মরে যাব? তোমার অনুভূতি অনুভূতি। আমার কোনও আবেগ নেই? তোমার কুকুর টমি। আর আমার কুকুর কেবল কুকুর?’ যেমন ভাবে তিনি কথাগুলো বলেছিলেন, তা মানুষের কানে লেগে ছিল বহু দিন পর্যন্ত। সেই জনপ্রিয় সংলাপের উপর ঢোল, কি-বোর্ড চাপিয়ে তৈরি হয়ে গেল নতুন র‍্যাপ। সঙ্গীতশিল্পী যশরাজ মুখাটের মস্তিষ্কপ্রসূত র‍্যাপে মেতেছে গোটা সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন: হাফ সেঞ্চুরি শাশ্বতর, ‘কিছুই চাইনি, যা পেয়েছি পুরোটাই বোনাস’

আরও পড়ুন: করোনা সংক্রমিত আবীর, সোশ্যাল মিডিয়ায় দিলেন পোস্ট

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement