Allu Arjun

‘নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না’, বেলা গড়াতেই অল্লুর গ্রেফতারি নিয়ে রশ্মিকা

অল্লুর সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটল, অথচ পর্দার শ্রীবল্লী ওরফে অল্লুর ‘পুষ্পা’ ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দনা চুপ কেন? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৬
Share:

অল্লু অর্জুন জামিন পেতেই কী বললেন রশ্মিকা? ছবি: সংগৃহীত।

১৩ ডিসেম্বর সকাল সকাল অল্লু অর্জুনের বাড়িতে পুলিশি হানা। গ্রেফতার করা হয় অভিনেতাকে। সারা দিন আদালতে দড়ি টানাটানি, অবশেষে অন্তর্বতী জামিন পেয়েছেন অভিনেতা। অনেকেরই কৌতূহল ছিল অল্লুর সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটল, অথচ পর্দার শ্রীবল্লী ওরফে অল্লুর ‘পুষ্পা’ ছবির অভিনেত্রী রশ্মিকা মন্দনা চুপ কেন? অবশেষে মুখ খুললেন অভিনেত্রী।

Advertisement

রশ্মিকা নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে লেখেন, ‘‘এ সব কী দেখছি আমি! যেন বিশ্বাস করতে পারছি না। যে ঘটনা সে দিন ঘটেছিল তা সত্যিই বেদনাদায়ক। যদিও এটা দেখে খারাপ লাগছে কী ভাবে সব দোষ একটা মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হল। দুটো ঘটনায় আমি মর্মাহত।’’

গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে ‘পুষ্পা ২’-এর প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক মহিলার মৃত্যু হয়েছিল। সেই ঘটনার প্রেক্ষিতে এফআইআর দায়ের করেছিল হায়দরাবাদ পুলিশ। অল্লুকে শুক্রবার সকালে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। অল্লু-সহ মোট সাত জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছিল। শুক্রবার অভিনেতার পাশাপাশি আরও দু’জনকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের মধ্যে রয়েছেন সন্ধ্যা থিয়েটারের কর্ণধারও। বাকি অভিযুক্তদেরও অন্তর্বর্তী জামিন দিয়েছে হাই কোর্ট।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement