Dharavi

ধারাভির র‌্যাপে সচেতনতা

হিন্দি, তামিল ও মরাঠি ভাষায় মুক্তি পেয়েছে এই গান। তাঁদের প্রচেষ্টা সফল হবে বলে বিশ্বাসী তারাকারা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মে ২০২০ ০২:০৩
Share:

অজয় ও দিয়া।

করোনা মোকাবিলায় সচেতনতাই একমাত্র অস্ত্র। আর তাতে শান দিতে সচেতনতা বৃদ্ধির জন্য এ বার উদ্যোগ নিল ধারাভির র‌্যাপাররা। জোয়েল ডি সুজ়ার পরিচালনা ও কনসেপ্টে তৈরি হয়েছে একটি ভিডিয়ো। এই ভিডিয়োয় গান লিখে, কম্পোজ় করে পারফর্ম করেছেন এম সি আলতাফ। এর আগে তাঁকে দেখা গিয়েছিল জ়োয়া আখতারের ‘গাল্লি বয়’ ছবিতে। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে এতে শামিল হয়েছেন অক্ষয়কুমার, অজয় দেবগণ, দিয়া মির্জ়া, সুনীল শেট্টি-সহ বলিউডের অনেক তারকাই। রয়েছেন ‘বাহুবলী’ খ্যাত রানা দগ্গুবতীও। ভিডিয়োয় রয়েছে তারকাদের ক্লিপিংস। ধারাভি এলাকায় যে সচেতনতা কতটা জরুরি, সেই বার্তাই দেওয়া হয়েছে এই ভিডিয়োর মাধ্যমে। হিন্দি, তামিল ও মরাঠি ভাষায় মুক্তি পেয়েছে এই গান। তাঁদের প্রচেষ্টা সফল হবে বলে বিশ্বাসী তারাকারা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement