Ranveer-Deepika

‘জুতো খুলে মারবে দীপিকা’, স্ত্রীকে সিনেমা দেখাতে নিয়ে গেলে ভয়ে কাঁটা রণবীর!

‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবির প্রিমিয়ারে দেখা যায়নি দীপিকাকে, শনিবার স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যান রণবীর, কী প্রতিক্রিয়া দিলেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জুলাই ২০২৩ ১৪:৪৬
Share:

রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন । ছবি: সংগৃহীত।

২৮ জুলাই মু্ক্তি পেয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কহানি’। যদিও তার দু'দিন আগে ছিল ছবির প্রিমিয়ার। চাঁদের হাট বসেছিল সে দিন মুম্বইয়ের জুহুর কাছে ওই প্রেক্ষাগৃহে। সেখানে অবশ্য দেখা মেলেনি দীপিকা পাড়ুকোনের। রণবীরের ছবি আর দীপিকার দেখা নেই... একটু ফিসফাস শুরু হতেই হাত ধরাধরি করে দেখা গেল দম্পতিকে। শনিবার রাতে স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে গেলেন রণবীর সিংহ। দীপিকার ঠোঁটে হাসি, পরনে রণবীরের ছবি দেওয়া জ্যাকেট। অনুরাগীরা দীপবীর জুটিকে অনেক দিন পর এমন ফুরফুরে মেজাজে দেখে প্রায় গলে জল। যদিও ছবি দেখতে আসার আগে স্ত্রীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বসেন রণবীর।

Advertisement

এমনিতেই নিত্যনতুন উদ্ভট কাণ্ডকারখানা করেই থাকেন অভিনেতা। কখনও তিনি শিরোনামে তাঁর পোশাকের জন্য, কখনও আবার স্ত্রীর অতি প্রশংসার জন্য কটাক্ষের শিকার হয়েছেন রণবীর। তবে এ বার দীপিকার ভয়ে নাকি কাঁটা হয়ে আছেন রণবীর। স্ত্রীকে নিয়ে সিনেমা দেখতে যাওয়ার আগে গাড়িতে বসেই ইনস্টাগ্রামে ছবি দিয়ে ভক্তদের কাছে প্রশ্ন রেখেছেন, “আন্দাজ করুন, দীপিকার প্রতিক্রিয়া কী হবে সিনেমাটা দেখার পর?” অনুরাগীরা একের পর এক মন্তব্য করতে শুরু করলে ভয় ভয়ে বলেন, “চুপ করুন, জুতো খাব!” তবে রণবীর তাঁর স্ত্রীকে যতটা ভয় পান বলে দেখান, ততটা ভয় পাওয়ার কারণ নেই হয়তো। ছবি শেষে স্বামীর হাত ধরে বেরোতেই ঘিরে ধরেন আলোকচিত্রীরা। অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, কেমন লাগল তাঁর রণবীরকে? একেবারে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্মিত হেসে দীপিকা জবাব দেন, ‘‘পর্দায় আগুন জ্বালিয়ে দিয়েছে।’’ অবশেষে রণবীরের স্বস্তি স্ত্রীর কাছ থেকে এমন কথা শুনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement