রণবীর
কেরিয়ারের এক দশক পূর্ণ করলেন রণবীর সিংহ। ঠিক দশ বছর আগে ১০ ডিসেম্বর মুক্তি পেয়েছিল রণবীরের ‘ব্যান্ড বাজা বারাত’। যে কোনও অভিনেতার কাছে যশ রাজ ফিল্মসের ছবিতে ডেবিউ স্বপ্নের মতো। রণবীর সেই সুযোগ কাজে লাগিয়েছিলেন। ‘লুটেরা’, ‘রাম-লীলা’, ‘বাজিরাও মস্তানি’, ‘পদ্মাবত’, ‘গাল্লি বয়’... প্রতিটি ছবিতেই তিনি স্বতন্ত্র। কেরিয়ারের শুরুতে কি ভেবেছিলেন এই স্টারডমের কথা? ‘‘একেবারেই না। শুরুর দিকে পরিচালক-প্রযোজকদের দরজায় ঘুরতে ঘুরতে মুষড়ে পড়তাম। তবে জানতাম কিছু একটা করব। কিন্তু সেটা যে এই উচ্চতায় যাবে তা ভাবিনি। আমি চাই লোকে আমাকে এন্টারটেনার হিসেবেই মনে রাখুক,’’ অকপট রণবীর।
নিজের সাফল্য প্রসঙ্গে তিনি বলছেন, ‘‘আমি যাঁদের সঙ্গে কাজ করেছি, সবটাই তাঁদের কৃতিত্ব। প্রতিটি ছবি থেকেই কিছু শিখেছি। ‘ব্যান্ড বাজা বারাত’ আর ‘জয়েশভাই জোরদার’-এর তুলনা করলে বুঝতে পারি, অভিনেতা হিসেবে আমার উত্তরণটা।’’ রণবীরের ইউএসপি তাঁর বন্ধুত্বপূর্ণ ব্যবহার। সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে মেলামেশা তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে বইকি। রণবীর এর কৃতীত্ব দিচ্ছেন আদিত্য চোপড়াকে। অভিনেতা বলছেন, ‘‘উনিই আমাকে প্রথম বলেছিলেন, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে। নিজেকে যত খোলমেলা ভাবে তুলে ধরবে, মানুষ তত তোমাকে ভালবাসবে। আমার ক্ষেত্রে এটা মিলে গিয়েছে।’’ রণবীরের হাতে রয়েছে ‘এইটিথ্রি’, ‘জয়েশভাই জোরদার’-এর মতো ছবি।