Ranveer Singh

দ্বৈত চরিত্রে রণবীর?

রোহিত শেট্টি পরিচালিত রিমেক ছবিতে প্রথম বার এমন চরিত্রে অভিনেতা রোহিত শেট্টি পরিচালিত রিমেক ছবিতে প্রথম বার এমন চরিত্রে অভিনেতা

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ০২:৪৩
Share:

রণবীর সিংহ।

কমেডি ছবি আগেও করেছেন। তবে দ্বৈত চরিত্রে প্রথম বার। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল, ‘সিম্বা’র পরে আবার একসঙ্গে কাজ করবেন রোহিত শেট্টি এবং রণবীর সিংহ। তবে অ্যাকশন নয়, বরং রোহিতের পরিচালনায় কমেডি ছবিতে দেখা যাবে রণবীরকে। শোনা যাচ্ছে, ১৯৮২তে মুক্তিপ্রাপ্ত ছবি ‘অঙ্গুর’-এর রিমেক হবে এটি। ‘অঙ্গুর’ ছবিটি শেক্সপিয়রের ‘দ্য কমেডি অফ এররস’ অবলম্বনে তৈরি হয়েছিল। পরিচালনা করেছিলেন গুলজ়ার। এ বার অবশ্য চিত্রনাট্যে সময়োপযোগী কিছু পরিবর্তন করা হবে। লকডাউনে চিত্রনাট্যের কাজ কিছুটা এগিয়ে ফেলেছেন পরিচালক। সঞ্জীবকুমারের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রণবীরকে। ছবির গল্প অনুযায়ী জন্মের পরে যমজ ভাই একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। বহু বছর পরে আবার তারা একই জায়গায় আসে এবং নানা ভুল বোঝাবুঝি শুরু হয়। ছবিটির শুট শুরু হবে দীপাবলির পরে।

Advertisement

বছরশেষের উৎসবেও রোহিত ও রণবীর হাজির। দীপাবলিতে ‘সিম্বা’র অ্যানিমেটেড ভার্সনের সম্প্রচার শুরু হবে একটি কিডস চ্যানেলে। অন্য দিকে, এ বছর ক্রিসমাসে মুক্তি পেতে চলেছে রণবীরের ‘এইটিথ্রি’। তবে সিনেমা হলে দর্শকের উপস্থিতির নিরিখে এই সিদ্ধান্ত বদলাতেও পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement